Header Ads

প্রাপ্য বেতন থেকে বঞ্চিত তবুও দেশের স্বার্থে পিএমকেয়ার্সে অনুদান বিজিটিএ-র।

নজরবন্দি ব্যুরোঃ মুখ্যমন্ত্রী ত্রান তহবিলে আগেই পাঁচ লাখ টাকা দেওয়া হয়েছিল। আজ অরাজনৈতিক শিক্ষক সংগঠন বিজিটিএ র তরফে পি এম কেয়ার্স ফান্ডে সাহায্য করা হলো দু লক্ষ টাকা।"সংগঠন টি শিক্ষকদের, কিন্তু তাই বলে আজ এই জাতীয় বিপর্যয়ের দিনে শুধুমাত্র নিজেদের চাওয়া পাওয়া নিয়ে ব্যাস্ত থাকলে মূল্যবোধ নামক শব্দটিরই অবমাননা করা হয়। তাই,আমাদের সীমিত ক্ষমতার মধ্যে আমরা আমাদের সদস্য সদস্যাদের দেয় দান থেকে যে ফান্ড বানিয়েছি,তারই একটা অংশ আজ পি এম কেয়ার্স ফান্ডে জমা করলাম।"
জানালেন বিজিটিএ রাজ্য সভাপতি ধ্রুবপদ ঘোষাল ।আজ বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ এর হাতে এই ত্রান তুলে দিয়ে বিজিটিএ রাজ্য সহ সম্পাদক প্রতাপ মন্ডল বলেন,"জেলায় জেলায়ও আমরা আমাদের সাধ্যমতো ত্রান-সাহায্য নিয়ে মানুষের পাশে থাকার আপ্রাণ চেষ্টা করছি। আর এই কাজে সংগঠন এর সমস্ত শিক্ষক সদস্য ও সদস্যাদের অকুন্ঠ সমর্থন, বিশ্বাস ও সংগঠন এর প্রতি দায়বদ্ধতা ও সামাজিক কর্তব্যপরায়ণতাকে কুর্নিশ।"  সংগঠন এর তরফে উপস্থিত রাজ্য সম্পাদক সৌরেন ভট্টাচার্য বলেন, "হাইকোর্ট আমাদের পক্ষে রায় দেওয়া সত্বেও, আমরা গ্র‍্যাজুয়েট টিচার্স রা নিজেদের প্রাপ্য বেতনই পাচ্ছিনা।
তবুও আজ এই দুর্দিনে আমরা একটি দায়িত্বশীল শিক্ষক সংগঠন হিসেবে সরকারের বিরোধিতার নামে অসহায় গরীব মানুষের পাশে না থেকে,তাদের বুকে পক্ষান্তরে ছুরি চালাতে পারবোনা। লড়াই এ যখন নেমেছিই,টিজিটি, ক্যাস আমরা সরকারের থেকে আদায় করেই থামবো-- সে সরকারে যে বা যিনিই থাকুন না কেন!" দিলীপ ঘোষ বলেন," বিগত দিনে বাম আমলে আর এই বর্তমান সরকারের আমলে গ্র‍্যাজুয়েট টিচার্স দের বঞ্চনা উত্তরোত্তর বৃদ্ধি ই পেয়েছে,কমেনি একেবারেই।আমরা গ্র‍্যাজুয়েট টিচার্স দের এই বেতন সমস্যার দিকে প্রতিনিয়তই নজর রেখেছি। ভবিষ্যৎ এ আমরা ক্ষমতায় এলে এই বঞ্চনার অবসান ঘটাবোই।"
Loading...

কোন মন্তব্য নেই

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.