Header Ads

লকডাউন শিথিল হতেই ভারতে কর্মহীনের হার কমার ইঙ্গিত!

নজরবন্দি ব্যুরো: গোটা দেশে করোনা ভাইরাসের ছোবলে মৃত্যু হয়েছে কয়েক হাজার মানুষের। আর এই ভাইরাসের সংক্রমণ যাতে না বাড়তে পারে তার জন্য টানা দু-মাসের বেশি লকডাউনের সিদ্ধান্ত নেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কিন্তু এভাবে লকডাউনের ফলে ভারতীয় অর্থনীতিতে যে বড় প্রভাব পড়বে এবং বহু মানুষ যে কাজ হারাবেন তার আগাম ইঙ্গিত দিয়েছিলেন বিশেষজ্ঞরা। বাস্তবে হয়েছেও তাই। বহু মানুষ কাজ হারিয়েছেন লকডাউনের মধ্যে।

ভারতে কর্মহীনের হার মে মাসে ২৩.৫ শতাংশ থেকে জুন মাসে কমে ১১ শতাংশ হয়েছে বলে রিপোর্টে প্রকাশ।
বুধবার প্রকাশিত সিএমআইই রিপোর্ট এমটাই তথ্য দিচ্ছে। যেহেতু সরকার লকডাউনে ধীরে ধীরে বেশ কিছু শিথিল করে দিচ্ছে, তাই ফের অর্থনৈতিক কার্যকলাপ শুরু হয়েছে।

ভারতে এই ভাইরাসে আক্রান্ত হয়েছে প্রায় পাঁচ লক্ষ লোক। এর ফলে অর্থনৈতিক কার্যকলাপে এসেছে বড় ধাক্কা। কিন্তু বেকারত্বের হার কমেছে এমন তথ্যের অর্থ আর্থিক দিক থেকে সবচেয়ে খারাপ সময়টা এখন অন্তত পেরিয়ে আসা হয়েছে।

এই প্রসঙ্গে অর্থমন্ত্রক একটি বিবৃতিতে জানিয়েছে, পণ্য পরিষেবা কর আদায় বৃদ্ধি ইঙ্গিত করছে অর্থনৈতিক কার্যকলাপকে জুন মাসে যা ছুঁয়েছে ৯০৯.১৭ বিলিয়ান টাকা যা গত বছরের এই মাসের আদায়ের ৯১ শতাংশ। 

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.