Header Ads

এবার মিড ডে মিলের সাথে দেওয়া হবে স্যানিটাইজার ও মাস্ক!

নজরবন্দি ব্যুরো: রাজ্যে করোনা ভাইরাসের সংক্রমণ ক্রমশ বেড়েই চলেছে। গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন ৬১১ জন। নতুন ৬১১ জন আক্রান্ত কে নিয়ে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৯ হাজার ১৭০ জন। পাশাপাশি মৃত্যু-মিছিলও অব্যাহত রয়েছে রাজ্যে। গতকালের বুলেটিনে রাজ্য সরকার জানিয়েছে সার্বিক ভাবে গত ২৪ ঘণ্টায় মৃত্যু বেড়েছে আরও ১৫ টি। যা নিয়ে রাজ্যে করোনা ভাইরাসে মৃত্যু সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৮৩।

এমন সময় রাজ্য জুড়ে মিড ডে মিলে স্যানিটাইজার ও মাস্ক দেওয়া প্রক্রিয়া শুরু করতে চলেছে রাজ্যের শিক্ষা দফতর। পূর্ব বর্ধমান জেলা প্রশাসনের তরফে জানিয়ে দেওয়া হয়েছে চলতি মাসের ৮ তারিখ থেকেই জেলার সমস্ত স্কুলের মিড ডে মিলে দেওয়া শুরু হবে মাস্ক ও স্যানিটাইজা।
এর পরে অন্যান্য জেলাগুলিতেও একে একে এই মাস্ক ও স্যানিটাইজার দেওয়ার প্রক্রিয়া শুরু হবে।
রাজ্যের শিক্ষা দফতরের তরফে আগেই জানিয়ে দেওয়া হয়ে ছিল মিড ডে মিলের সঙ্গে পড়ুয়াদের হাতে তুলে দেওয়া হবে মাস্ক ও স্যানিটাইজার। এবার সেই মাস্ক ও স্যানিটাইজার দেওয়ার প্রক্রিয়া শুরু হতে চলেছে চলতি মাস থেকে। পূর্ব বর্ধমান জেলা দিয়েই চলতি মাসের ৮ তারিখ থেকে তা রাজ্যের বুকে শুরু হবে এই প্রক্রিয়া। এর জন্য সরকারের খরচ হবে মোটা অঙ্কের টাকা। ১ কোটি ১৯ লক্ষ টাকার স্যানিটাইজার কিনতে খরচ হবে। মাস্ক কিনতে খরচ হবে ১ কোটি ৪৪ লক্ষ টাকার। 
Loading...

কোন মন্তব্য নেই

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.