কেন্দ্রের নির্দেশ; এবার থেকে প্রেসক্রিপশন ছাড়াই করা যাবে করোনা পরীক্ষা
নজরবন্দি ব্যুরো: দেশে বেড়ে চলেছে করোনা ভাইরাসের সংক্রমণ। লকডাউনের মধ্যে যেভাবে এই মারণ সংক্রমণ বাড়ছে তাতে চিন্তা বাড়ছে। কেন্দ্রের স্বাস্থ্যমন্ত্রকের দেওয়া হিসাব অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে ১৯,১৪৮জন। এটি এখনও পর্যন্ত একদিনে রেকর্ড সংক্রমণ। আর এই বৃদ্ধির জেরে করোনা আক্রান্তের গণ্ডি পেরল ৬ লক্ষ।
সংক্রমণ বৃদ্ধির জেরে আক্রান্তের মোট সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে ৬ লক্ষ ৪৬ হাজার ৬৪১ জনে। মোট মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ১৭,৮৩৪।
দেশের মধ্যে সব থেকে উদ্বেগজনক অবস্থা মহারাষ্ট্র, গুজরাত, তামিলনাডু ও দিল্লির। যদিও আশা একটাই, সুস্থও হচ্ছেন বহু রোগী। এখনও পর্যন্ত করোনায় সুস্থ হয়েছেন প্রায় সাড়ে তিন লক্ষ মানুষ।
আর এমন সময়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিল কেন্দ্রের সরকার। এবার থেকে প্রেসক্রিপশন ছাড়াই করোনা পরীক্ষা করাতে পারবেন যে কেউ। ল্যাবরেটরিগুলোও সরকারি চিকিৎসকের প্রেসক্রিপশন না থাকলে পরীক্ষা করাতে অরাজি হতে পারবে না। ইতিমধ্যে প্রত্যেক রাজ্যকে চিঠি লিখে সেই নয়া নির্দেশিকা পাঠিয়ে দেওয়া হয়েছে। এতদিন কোভিড-১৯ পরীক্ষা করাতে হলে, সরকারি হাসপাতালের চিকিৎসকের প্রেসক্রিপশন থাকা ছিল বাধ্যতামূলক। এর ফলে অনেক সময়েই পরীক্ষায় দেরি হয়ে গোটা পদ্ধতি বিলম্বিত হয়েছে। কিন্তু এই আনলক-২ পর্যায়ে ক্রমবর্ধমান সংক্রমণ রুখতে দ্রুত রোগীকে চিহ্নিত করে চিকিৎসা শুরু করা আবশ্যক বলে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
সংক্রমণ বৃদ্ধির জেরে আক্রান্তের মোট সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে ৬ লক্ষ ৪৬ হাজার ৬৪১ জনে। মোট মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ১৭,৮৩৪।
দেশের মধ্যে সব থেকে উদ্বেগজনক অবস্থা মহারাষ্ট্র, গুজরাত, তামিলনাডু ও দিল্লির। যদিও আশা একটাই, সুস্থও হচ্ছেন বহু রোগী। এখনও পর্যন্ত করোনায় সুস্থ হয়েছেন প্রায় সাড়ে তিন লক্ষ মানুষ।
আর এমন সময়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিল কেন্দ্রের সরকার। এবার থেকে প্রেসক্রিপশন ছাড়াই করোনা পরীক্ষা করাতে পারবেন যে কেউ। ল্যাবরেটরিগুলোও সরকারি চিকিৎসকের প্রেসক্রিপশন না থাকলে পরীক্ষা করাতে অরাজি হতে পারবে না। ইতিমধ্যে প্রত্যেক রাজ্যকে চিঠি লিখে সেই নয়া নির্দেশিকা পাঠিয়ে দেওয়া হয়েছে। এতদিন কোভিড-১৯ পরীক্ষা করাতে হলে, সরকারি হাসপাতালের চিকিৎসকের প্রেসক্রিপশন থাকা ছিল বাধ্যতামূলক। এর ফলে অনেক সময়েই পরীক্ষায় দেরি হয়ে গোটা পদ্ধতি বিলম্বিত হয়েছে। কিন্তু এই আনলক-২ পর্যায়ে ক্রমবর্ধমান সংক্রমণ রুখতে দ্রুত রোগীকে চিহ্নিত করে চিকিৎসা শুরু করা আবশ্যক বলে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
Loading...
কোন মন্তব্য নেই