Header Ads

বেসকারি সংস্থার হাতে দেওয়া হল ভারতীয় রেলের দ্বায়িত্ব।

নজরবন্দি ব্যুরোঃ ভারতীয় রেল নিয়ে কেন্দ্রীয় সরকার নিল বড় পদক্ষেপ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মেক ইন ইন্ডিয়ার আওতায় নির্মাণ করা হবে ট্রেনগুলিকে। ট্রেন নির্মাণের জন্য প্রয়োজনীয় অর্থ এবং সরঞ্জাম সহ ট্রেন চালানোর দ্বায়িত্ব বেসরকারি সংস্থার। এমনকি ট্রেন দেখভালের দ্বায়িত্বেও থাকবে বেসকারি সংস্থা। ভারতীয় রেলের মোট ১০৯ টি রুটের ১৫০ টি ট্রেন চালানোর দায়িত্ব বেসরকারি সংস্থার হাতে তুলে দিতে কেন্দ্র।
এই বিষয় নিয়ে টেন্ডার ডাকা হয়েছে। রেলের হিসাব বলছে এর থেকে 30 হাজার কোটি টাকা আয় হবে। রেল মন্ত্রক জানিয়েছে, ভারত এই প্রথম প্যাসেঞ্জার ট্রেন বেসরকারি লগ্নিতে চালানোর প্রয়াস নিয়েছে। এই প্রয়াসের মাধ্যমে অত্যাধুনিক প্রযুক্তির ব্যবহার, কর্মসংস্থান, নিরাপত্তা বৃদ্ধি করতে চায় ভারত। বেসরকারি সংস্থার লাভের অংশ বাদ দিয়ে বিদ্যুত সহ অন্যান্য খরচের অর্থ কেন্দ্র সরকার কে দিতে হবে। সূত্রের খবর, ভারতীয় রেলের লোকো পাইলট এবং গার্ডইট্রেনগুলি চালাবে । প্রত্যেকটি ট্রেনে থাকবে ১৬ টি করে কোচ। এবং ট্রেনগুলি সর্বাধিক ১৬০ কিলোমিটার বেগে যেতে পারবে। ১০৯ টি রুটকে ১২টি ক্লাস্টারে বিভক্ত করা হয়েছে।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.