Header Ads

১০ হাজার ফাঁকা আসন পূরণের সিদ্ধান্ত; নিয়োগের কাজ দ্রুত শেষ করার নির্দেশ মুখ্যমন্ত্রীর

নজরবন্দি ব্যুরো: রাজ্যে করোনা ভাইরাসের সংক্রমণ ক্রমশ বেড়েই চলেছে। গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন ৬১১ জন। নতুন ৬১১ জন আক্রান্ত কে নিয়ে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৯ হাজার ১৭০ জন। পাশাপাশি মৃত্যু-মিছিলও অব্যাহত রয়েছে রাজ্যে। গতকালের বুলেটিনে রাজ্য সরকার জানিয়েছে সার্বিক ভাবে গত ২৪ ঘণ্টায় মৃত্যু বেড়েছে আরও ১৫ টি। যা নিয়ে রাজ্যে করোনা ভাইরাসে মৃত্যু সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৮৩।

আর এমন সময় নিয়োগ নিয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিলেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রীর নির্দেশে রাজ্যবাসীকে আরও ভালো স্বাস্থ্য পরিষেবা দিতে প্রায় ১০ হাজার চিকিৎসক, নার্স এবং টেকনোলজিস্ট নিয়োগ করার সিদ্ধান্ত নিয়েছে। এর মধ্যে সাড়ে ৬ হাজার নার্স এবং আড়াই হাজার চিকিৎসক রয়েছেন।
একিসাথে, লকডাউনের আগে সরকারি হাসপাতালগুলিতে বিভিন্ন ডিসিপ্লিনে যে ১ হাজার মেডিক্যাল টেকনোলজিস্ট নিয়োগের প্রক্রিয়া শুরু হয়েছিল, তাও ইতিমধ্যে সম্পন্ন হয়েছে। ফলে সব মিলিয়ে মোট নিয়োগের সংখ্যাটা ১০ হাজার। হেলথ রিক্রুটমেন্ট বোর্ডের চেয়ারম্যান তাপস মণ্ডল জানিয়েছেন, চলতি বছরের মধ্যেই স্বাস্থ্যদফতর এই বিরাট সংখ্যক চিকিৎসাকর্মী নিয়োগ করবে।
এই প্রসঙ্গে জানা গিয়েছে, প্রথম দফায় হবে নার্সদের ইন্টারভিউ। চলতি মাসের ১৫ তারিখ থেকে শুরু হবে, চলবে সেপ্টেম্বর পর্যন্ত। নার্স নিয়োগের জন্য আবেদন এবং তার মূল্যায়ন অবশ্য আগেই শেষ হয়েছে। কিন্তু, করোনার জেরে নিয়োগ প্রক্রিয়া আটকে আছে। নার্সের মোট ১০ হাজার শূন্যপদের জন্য আবেদন জমা পড়েছিল সাড়ে ৮ হাজার।

 তার মধ্যে সাড়ে ৬ হাজার বাছাই প্রার্থীদের ইন্টারভিউ নেবে হেলথ রিক্রুটমেন্ট বোর্ড। সেটা মিটলে সেপ্টেম্বর থেকেই শুরু হবে ডাক্তার নিয়োগের প্রক্রিয়া।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.