Header Ads

টোটোর ব্যাটারি ফেটে ভায়বহ বিস্ফোরণ? ছিন্নভিন্ন হয়ে গেল টোটো সহ চালকের দেহ!

অঞ্জন বল, মালদা: টোটোতে ভায়বহ বিস্ফোরণে ছিন্নভিন্ন হয়ে গেল টোটো চালকের দেহ সহ টোটো। বিস্ফোরনের ভয়াবহতা এতটাই ছিল যে টোটো চালকের ছিন্ন ভিন্ন দেহের অংশ গুলি আশ পাশের বাড়ির জানলায় ও রাস্তার বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে পড়ে থাকতে দেখা যায়। গতকাল বিকেল পাঁচটা নাগাদ এই ঘটনাটি ঘটে মালদহ জেলার ইংরেজ বাজার থানার ঘোড়াপীরে।এলাকায় চঞ্চল্য।
  স্থানিয় সুত্রে জানা গেছে হঠাৎ করে একটি টোটো রিক্সাতে বিস্ফোরণ ঘটে। প্রথমিক ভাবে মনে করা হচ্ছে টোটোর মধ্যে কোনো বিস্ফোরক বা সেই জাতীয় কিছু ছিল। যদিও পুলিশের তরফে প্রাথমিক তদন্তে অনুমান টোটোর ব্যাটারি থেকেই এই বিস্ফোরনের ঘটনা ঘটলেও ঘটে থাকতে পারে।তবে স্বাভাবিক ভাবে পুলিশের এই তদন্তের অনুমানের সাথে স্থানিও বাসিন্দারা একমত হতে পারছেন না।

তাদের অভিযোগ ব্যাটারি থেকে এতখানি বিস্ফোরন হওয়া কখনই সম্ভব নয় যদি না বারুদের মত কিছু রসায়নিক পদার্থ থাকে। তাহলেই এতটা ভয়াবহতা হতে পারে। এই বিস্ফোরনে টোটোতে বসে থাকা এক জনের দেহ ছিন্ন ভিন্ন হয়ে যায়।সম্ভবত সে টোটোর চালক। ঘটনা স্থলে ইংরেজ বাজার থানার পুলিশ। মৃত ব্যাক্তির পরিচয় জানা যায় নি।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.