Header Ads

প্রায় তিন মাস বন্ধ থাকার পর খুলছে কলেজস্ট্রিট কফি হাউস।

নজরবন্দি ব্যুরোঃ 'কফি হাউস' নামটা শুনলেই শহরবাসির মন আনন্দে ভোরে যায় এবং মুখে হাসি। নামটার মধ্যেই লুকিয়ে আছে অনেক ভালোবাসা। কফি হাউস ফিরতে চলেছে আগের ছন্দে। খুলছে কফি হাউসের দরজা। লকডাউনের কারণে একটানা ৩ মাস ১১ দিন বন্ধ ছিল কলেজস্ট্রিট কফি হাউস। অবশেষে বৃহস্পতিবার কফি হাউস। সেই কারনে বুধবার কলকাতা পুরসভার তরফে জীবাণুমুক্ত করা হচ্ছে কফি হাউস। স্প্রে করা হচ্ছে জীবানুনাশক। কিন্তু বেধে দেওয়া হয়েছে বেশকিছু নিয়মাবলী।

 কফি হাউস খোলা থাকবে সকাল ১১টা থেকে সন্ধ্যে ৬টা পর্যন্ত। মাস্ক পরেই তবেই প্রবেশ করা যাবে, স্পষ্ট জানিয়ে দিয়ে কফি হাউস কর্তৃপক্ষ। চার জনের টেবিলে দুজনের বসার ব্যবস্থা করা হয়েছে। প্রত্যেকটা টেবিলের মধ্যের দুরত্ব হবে ৬ ফুট। সাদা কাপ ও কাঁচের প্লেটের জায়গায় কফি এবং খাবার মিলবে কাগজের কাপ ও প্লেটে। আগামীকাল কফিহাউসের পক্ষ থেকে থানায় জানানো হবে নিয়মাবলীর তালিকা। থানার অনুমতি পেলেই কাল থেকেই খুলবে কলেজস্ট্রিট কফি হাউস।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.