Header Ads

রাজ্য অফিসে যেতে চান না, স্পষ্ট জানিয়ে দিলেন মুকুল রায়, কেন?

নজরবন্দি ব্যুরো:  মুকুল রায়কে নিয়ে নতুন জল্পনা রাজনৈতিক মহলে। শোনা যাচ্ছে, মুকুল রায় স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে তিনি আর বিজেপির রাজ্য সদর দফতরে যাবেন না। বিধানসভা নির্বাচনের দোরগোড়ায় এসে তাঁর এমন সিদ্ধান্ত জল্পনা সৃষ্টি হয়েছে। ২০২১-এর বিধানসভা নির্বাচনের আগে অফিস ছাড়ার সিদ্ধান্ত কেন নিলেন তিনি? ওই প্রশ্নই উঠে আসছে রাজনৈতিক মহল থেকে। তবে কি তিনি বিজেপির সাথে দূরত্ব তৈরি করতে চাইছেন? সূত্রের খবর অনুযায়ী, মুকুল রায় বলেছেন বিজেপির রাজ্য অফিসে তিনি আর যাবেন না। ৬ মুরলিধর সেন লেনে বিজেপির রাজ্য অফিস। আর সেই অফিস অনন্ত অপরিস্কার। তাই তিনি ওই অফিসে যেতে চান না। কিন্তু তাঁর এই বক্তব্যের পিছনের আসল কারণ কি সেটাই চর্চার মূল বিষয়।
যানা যাচ্ছে, মুকুল রায় তাঁর ঘনিষ্ঠ মহলে বলেছেন তিনি বঙ্গ বিজেপির কেন্দ্রীয় নেতা। তাহলে কেন তাঁকে রাজ্য অফিসে যেতে হবে? রাজ্য রাজনীতির অনেকেই এর মধ্যে থেকে অন্য কারণ খুজে বেড়াচ্ছেন। দলীয় সূত্রে পাওয়া খবর, রাজ্যে যে নতুন কমিটি তৈরি হয়েছে তা নিয়ে তিনি অসন্তুষ্ট। মুকুল রায়ের হঠাৎ দিল্লি যাওয়া এবং সেখানে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সাথে বৈঠক করা নিয়েও চর্চা তুঙ্গে। কি বিষয়ে ছিল সেই বৈঠক? সূত্রের খবর, বঙ্গ বিজেপিতে খুশি নন মুকুল রায়। তিনি পুরোনো দলেই আবার ফির‍্য্ব চান। এই বিষয়ে তাঁর সাথে তৃণমূল নেতৃত্বের গোপনে কথা বার্তাও হয়েছে বলে শোনা যাচ্ছে। শেষ মুহূর্তে খেলা বদলে দেওয়ার ক্ষমতা রাখেন মুকুল রায়। তাই তাকে বঙ্গ রাজনীতির চাণক্য বলা হয়। তাই ঘনিষ্ঠ মহল মনে করছে ২০২১-এর নির্বাচনের আগে এই সিদ্ধান্তের পিছনে অন্য কোন পরিকল্পনা আছে মুকুল রায়ের

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.