ইতিহাস সৃষ্টি করে মহামেডান স্পোর্টিং ক্লাবের সচিব হলেন দীপেন্দু বিশ্বাস
নজরবন্দি ব্যুরো: মহামেডান স্পোর্টিং ক্লাবের ১২৯ বছরের ইতিহাসে প্রথম কোনও ফুটবলার যিনি ফুটবল সচিবের দায়িত্ব পেলেন। বুধবার ফুটবল প্রশাসক হিসাবে নতুন ইনিংস শুরু করলেন বসিরহাট দক্ষিণের বিধায়ক ও প্রাক্তন ফুটবলার দীপেন্দু বিশ্বাস । আগামী মরশুমে ক্লাবের টেকনিক্যাল ডিরেক্টর পদও সামলাবেন তিনি। মহম্মদ কামারুদ্দিনের জায়গায় সাদা-কালো শিবিরের নতুন সচিব হয়েছেন দীপেন্দু ঘনিষ্ঠ ওয়াসিম আক্রম।মহম্মদ কামারুদ্দিন ক্লাব সচিবের পদ থেকে ইস্তফা দিয়েছিলেন। তাঁর জায়গায় সচিব হিসেবে বেছে নেওয়া হল তরুণ মুখ ওয়াসিমকে। তাঁর দিকেই পাল্লা ছিল ভারী।
তিন প্রধানের প্রাক্তন ফুটবলার ও বর্তমান বিধায়ক দীপেন্দু মহমেডানের দলগঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়ে আসছিলেন। এবার ফুটবল সচিব পদে এলেন তিনি। যা প্রত্যাশিত ছিল।অবনমনের গেরোয় আই লিগ থেকে বেরিয়ে যাওয়ার পর থেকে সেভাবে নজর কাড়তে পারেনি সাদা-কালো ব্রিগেড। তাই ক্লাব প্রশাসন ও দলের হাল ফেরাতে বসিরহাটের ভূমিপুত্র তথা তৃণমূলের বিধায়ক দীপেন্দু বিশ্বাসের উপরই ভরসা রাখছেন কর্তারা।
তিন প্রধানের প্রাক্তন ফুটবলার ও বর্তমান বিধায়ক দীপেন্দু মহমেডানের দলগঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়ে আসছিলেন। এবার ফুটবল সচিব পদে এলেন তিনি। যা প্রত্যাশিত ছিল।অবনমনের গেরোয় আই লিগ থেকে বেরিয়ে যাওয়ার পর থেকে সেভাবে নজর কাড়তে পারেনি সাদা-কালো ব্রিগেড। তাই ক্লাব প্রশাসন ও দলের হাল ফেরাতে বসিরহাটের ভূমিপুত্র তথা তৃণমূলের বিধায়ক দীপেন্দু বিশ্বাসের উপরই ভরসা রাখছেন কর্তারা।
Loading...
কোন মন্তব্য নেই