মেয়াদ শেষ, আইসিসি'র চেয়ারম্যান পদ থেকে সরে দাঁড়ালেন শশাঙ্ক মনোহর
নজরবন্দি ব্যুরো: জুলাইয়ের শেষ অবধি ইচ্ছে করলেই থাকতে পারতেন পদাধিকারী হিসেবে। চলতি মাসের শেষে আইসিসি'র বার্ষিক সাধারণ সভায় প্রতিনিধিত্ব করতে পারতেন। কিন্তু তা করলেন না শশাঙ্ক মনোহর। মেয়াদ শেষ হতেই আইসিসি'র চেয়ারম্যান পদ থেকে সরে দাঁড়ালেন তিনি। বুধবারই আইসিসি-তে তাঁর শেষ দিন বলে জানিয়ে দিলেন তিনি। আইসিসি-র বোর্ড মিটিংয়ে শশাঙ্ক মনোহরের পদত্যাগপত্র গৃহীত হয়েছে। যতদিন না কেউ নতুন চেয়ারম্যান হচ্ছেন ততদিন ডেপুটি চেয়ারম্যান ইমরান খোয়াজা অন্তর্বর্তীকালীন দায়িত্ব সামলাবেন।মনোহর সরে যাওয়ায় জল্পনা শুরু হয়েছে আইসিসি-র নতুন চেয়ারম্যান কে।
গঠনতন্ত্র অনুযায়ী, ফের ভারত থেকে চেয়ারম্যান হওয়া নিয়ে কোনও সমস্যাই নেই।আইসিসি চেয়ারম্যান হওয়ার দৌড়ে এগিয়ে আছেন সৌরভ, ইতিমধ্যেই সুপ্রিম কোর্টে প্রেসিডেন্ট সৌরভ এবং সচিব জয় শাহের মেয়াদ বৃদ্ধির আবেদন করেছে। অপরদিকে ইংল্যান্ডের কলিন গ্রেভস চেয়ারম্যান হওয়ার আগ্রহ প্রকাশ করেছেন। ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ডের প্রাক্তন প্রেসিডেন্ট ডেভ ক্যামেরনও নির্বাচনে লড়তে চান বলে জানিয়েছেন। নির্বাচনে ১৬টি দেশের মধ্যে ১১টি দেশের ভোট যিনি পাবেন, তিনিই হবেন আইসিসি-র চেয়ারম্যান।
গঠনতন্ত্র অনুযায়ী, ফের ভারত থেকে চেয়ারম্যান হওয়া নিয়ে কোনও সমস্যাই নেই।আইসিসি চেয়ারম্যান হওয়ার দৌড়ে এগিয়ে আছেন সৌরভ, ইতিমধ্যেই সুপ্রিম কোর্টে প্রেসিডেন্ট সৌরভ এবং সচিব জয় শাহের মেয়াদ বৃদ্ধির আবেদন করেছে। অপরদিকে ইংল্যান্ডের কলিন গ্রেভস চেয়ারম্যান হওয়ার আগ্রহ প্রকাশ করেছেন। ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ডের প্রাক্তন প্রেসিডেন্ট ডেভ ক্যামেরনও নির্বাচনে লড়তে চান বলে জানিয়েছেন। নির্বাচনে ১৬টি দেশের মধ্যে ১১টি দেশের ভোট যিনি পাবেন, তিনিই হবেন আইসিসি-র চেয়ারম্যান।
Loading...
কোন মন্তব্য নেই