Header Ads

এবার সেনা বাহিনীতে ডিজিটাল স্ট্রাইক, ফেসবুক সহ ৮৯ অ্যাপ নিষিদ্ধ

নজরবন্দি ব্যুরোঃ সুরক্ষা ও নিরাপত্তার বিষয়ে বিচার-বিবেচনা করে ভারতীয় সেনাবাহিনীর তরফে বুধবার সেনা জওয়ানদের ৮৯টি অ্যাপ থেকে তাঁদের অ্যাকাউন্ট ডিলিট করে দেওয়ার কথা ঘোষণা করেছে। বাহিনীর তরফে আগামী ১৫ জুলাই পর্যন্ত সময় দেওয়া হয়েছে। তার মধ্যে সমস্ত অ্যাপ ডিলিট করে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।সেনা সূত্রে জানা গিয়েছে, নির্ধারিত সময়সীমার মধ্যে অ্যাপগুলি মুছে ফেলা না হলে পদক্ষেপ নেওয়া হতে পারে। এই অ্যাপগুলি যেন বাহিনীর কোনো সদস্যের মোবাইলে আগামী ১৫ জুলাইয়ের পর আর না থাকে। কি সেই অ্যাপ দেখে নিনি এক নজরে
WeChat, QQ, Kik, ooVoo, Nimbuzz, Helo, Qzone, Share Chat,Viber, Line, IMO, Snow, To Tok, Hike, TikTok, Likee, Samosa, Kwali, Shareit, Xender, Zapya, UC Browser, UC Browser Mini, LiveMe, BigoLive, Zoom, Fast Films, Vmate, Uplive, Vigo Video, Cam Scanner, Beauty Plus, True Caller, PUBG, NONO Live, Clash of Kings, Mobile Legends, Club Factory, AliExpress, Chinabrands, Gearbest, Banggood, MiniInTheBox, Tiny Deal, Dhhgate, LightinTheBox, DX, Eric Dress, Zaful, Tbdress, Modility. Rosegal, Shein, Romwe, Tinder, TrulyMadly, Happn, Aisle Coffee Meets, Bagel, Woo, OkCupid, Hinge, Badoo, Azar, Bumble, Tantan, Elite Sinles, Tagged, Couch Surfing, 360 Security, Facebook, Baidu, Instagram, Ello, Snapchat, Daily Hunt, News Dog, Pratilipi, Heal of Y, POPXO, Vokal, Hungama, Songs.pk, Yelp, Tumblr, Reddit, FriendsFeed Private Blogs.
Loading...

কোন মন্তব্য নেই

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.