Header Ads

বাতিল এশিয়া কাপ, জানিয়ে দিলেন সৌরভ

নজরবন্দি ব্যুরোঃ করোনা পরিস্থিতিতে এ বছরের এশিয়া কাপ বাতিল হয়ে গিয়েছে। বুধবার এমনই জানালেন বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়। এদিন তিনি ইনস্টাগ্রাম লাইভ সেশনে জানিয়ে দিয়েছেন, 'সেপ্টেম্বরে এশিয়া কাপ হওয়ার কথা ছিল। এই প্রতিযোগিতা বাতিল হয়ে গিয়েছে।' প্রথমে ঘোষণা হয়েছিল এই বছর এশিয়া কাপ অনুষ্ঠিত হবে পাকিস্তানের মাটিতে। কিন্তু পাকিস্তানের মাটিতে এশিয়া কাপ অনুষ্ঠিত করা নিয়ে তীব্র প্রতিবাদ জানিয়েছিল বিসিসিআই।
 বিসিসিআই এর তরফে সরাসরি জানিয়ে দেওয়া হয়েছিল যদি পাকিস্তানের মাটিতে এশিয়া কাপ অনুষ্ঠিত হয় তাহলে এই বছর এশিয়া কাপে নিজেদের দল নামাবে না ভারত। এরফলে এশিয়া ক্রিকেট কাউন্সিল এশিয়া কাপ পাকিস্তান থেকে স্থানান্তরিত করতে বাধ্য হয়। পাকিস্তান থেকে এশিয়া কাপ সরিয়ে দুবাইতে হওয়ার কথা ছিল। কিন্তু করোনা ভাইরাসের কারণে শেষ পর্যন্ত বাতিল হয়ে গেল এই বছরের এশিয়া কাপ।পাকিস্তান ক্রিকেট বার্ড নিশ্চিত করেছে যে তারা ২০২২ সালে এই অনুষ্ঠানের আয়োজক হতে সম্মত হয়েছে এবং এবারের সংস্করণ বাতিল হওয়ার পরে শ্রীলঙ্কা এখন পরের বছর এটির আয়োজন করবে বলে আশা করা হচ্ছে।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.