Header Ads

এবার কনটেন্টমেন্ট জোন গুলিতে লকডাউন, দেখে নিন এক নজরে আপনার এলাকা আছে কি না

নজরবন্দি ব্যুরোঃ করোনা ভাইরাসের জন্য দেশ জুড়ে লকডাউন। তারপর আনলক।কিন্তু আনলকের বেশ কয়েক দিনেও নিয়ন্ত্রণে আসেনি মারণ ভাইরাস করোনা। সেই কারণে এবার কনটেন্টমেন্ট জোনগুলিতে ফের লকডাউন করার সিদ্ধান্ত নিয়েছে রাজ্যের প্রশাসন।শহর কলকাতার ৩৩ টি কনটেইনমেন্ট জোনে আবারও জারি করা হল লকডাউন। যে জায়গা গুলি কনটেইনমেন্ট জোন হিসাবে চিহ্নিত হয়েছে সেগুলি হল ১১, এলগীন রোড ২, জাস্টিস মহাদেব চন্দ্র রোড, শরৎ বোস রোড, চক্রবেরিয়া রোড, জহরলাল দত্ত রোড, উল্টোডাঙা মেইন রোড, অধর চন্দ্র দাস রোড, অজির চৌধুরী রোড, আরিফ রোড, সুরেন সরকার রোড,

চাউল পট্টি রোড, খোদাগঞ্জ মেইনরোড, রামকৃষ্ণ নস্কর রোড, বেলভেডিয়ার রোড, রাজা সন্তোষ রায় রোড, ৩,আলিপুর রোড (সত্যম টাওয়ার), জাজেস কোর্ট রোড , বাগমারি রোড, মানিকতলা মেইন রোড, পি ১২ সিঅইটি, বিধান নগর রোড, হাডকো হাউসিং, ২,বিজয় গড়, ৪,বিজয় গড়, নারকেল বাগান, বাপুজি নগর, এন ব্লক নিউ আলিপুর, ডি ব্লক নিউ আলিপুর, জি ব্লক নিউ আলিপুর, ডঃ জি এস বোস রোড, সুইনহো লেন,পূ র্বালক মুকুন্দপুর, সার্ভে পার্ক।বহু আবাসনগুলিতে পুরসভায় স্বাস্থ্যকর্মীদের প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। যার জন্য তারা সতর্ক করতে পারছেন না।সেই কারণে আবাসনে বসবাসকারীদের নিজের থেকে অতিরিক্ত সতর্ক হতে নির্দেশ দেওয়া হয়েছে।
Loading...

কোন মন্তব্য নেই

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.