Header Ads

লকডাউনের আবহে স্বরা ভাস্করের বাড়িতে চুপিচুপি অনুষ্ঠিত হচ্ছে বিয়ের অনুষ্ঠান

নজরবন্দি ব্যুরোঃ লকডাউনের মাঝেই কি চুপিচুপি বিয়ে করে নিচ্ছেন বলিউডের বিতর্কিত অভিনেত্রী স্বরা ভাস্কর।পরণে হলুদ রঙের শাড়ি।হাতে মেহেন্দি। এই রকম সাজে খুব কমই দেখা যায় স্বরা কে।তার এই রকম সাজ দেখে সবাই প্রথমে মনে হয়েছে তাহলে করোনার আবহেই চুপিচুপি বিয়েটা সেরে ফেলছেন তিনি।

 স্বরার ইনস্টাগ্রামের ছবি গুলি দেখলে সবাই এমনতাই ভাববেন কিন্তু সবার কৌতুহল ভেঙে দিয়ে শেষমেষ মুখ খুললেন স্বরা। তিনি জানান,তার মামার বিয়ের মেহেন্দির অনুষ্ঠানে অংশ নিয়েছেন স্বরা।আর ছবি গুলিতে দেখা যাচ্ছে পরিবারের সদস্যদের সাথে মামার বিয়েতে দারুণ মজা ককরছেন স্বরা।

কোন মন্তব্য নেই

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.