Header Ads

অবশেষে পুলিশের জালে কুখ্যাত গ্যাংস্টার বিকাশ দুবে

নজরবন্দি ব্যুরোঃ অবশেষে পুলিশের জালে কুখ্যাত দুষ্কৃতী বিকাশ দুবে। চৌবেপুরের ৮ পুলিশ কর্মী হত্যার ঘটনায় বিকাশকে হন্যে হয়ে খুঁজছিল উত্তরপ্রদেশ পুলিশ। এ দিন উজ্জয়নীর মহাকাল মন্দিরের কাছ থেকে তাকে গ্রেফতার করা হয়। গত ১ সপ্তাহ ধরে পুলিশের চোখে ধুলো দিয়ে পালিয়ে বেড়াচ্ছিল বিকাশ।গতকাল অর্থাত্ বুধবার বিকাশের ডান হাত অমর দুবের মৃত্যু হয় পুলিশের সঙ্গে এনকাউন্টারে। সকালের দিকে এই ঘটনা ঘটে এবং রাতের বেলা বিকাশের সঙ্গে যোগ থাকার ফলে গ্রেফতার করা হয় দুই পুলিশকর্মীকে। তারা সব খবর বিকাশেরে কাছে পৌঁছে দিত, এমনই অভিযোগ।

 এমনকী যেদিন রাতে বিকাশের বাড়ি ঘিরে ধরে পুলিশ, সেই খবরও আগে থেকে বিকাশকে দিয়েছিল এই দুই পুলিশ কর্মীই।গত শুক্রবার ৬০টি ফৌজদারি মামলার অভিযোগে অভিযুক্ত বিকাশ দুবেকে গ্রেফতারের জন্য তিনটি পুলিশ স্টেশন থেকে পুলিশের একটি দল কানপুরের চৌবেপুর এলাকার ডিকরু গ্রামে গিয়েছিল। পুলিশের গাড়ি এলাকাতে ঢোকার সাথে সাথেই বাড়ির ছাদ থেকে এলোপাথাড়ি গুলি চালানো হয় পুলিশের ওপর। ঘটনাস্থলেই মারা যান ডেপুটি পুলিশ সুপার দেবেন্দ্র কুমার মিশ্র সহ তিনজন সাব-ইন্সপেক্টর ও চারজন কনস্টেবল।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.