Header Ads

নিউটাউনে আক্রান্ত দিলীপ ঘোষ!

নজরবন্দি ব্যুরো: আক্রান্ত বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। মর্নিংওয়াকে বেরিয়ে এই ঘটনা ঘটে। নিউটাউনে দিলীপ ঘোষের গাড়ির ওপর হামলা হয় বলে অভিযোগ। প্রতিদিনই তিনি মর্নিংওয়াকে বেরোন। বুধবার সকালে তিনি ভাঙর পাশ্ববর্তী এলাকায় মর্নিংওয়াকে গিয়েছিলেন। তখনই তাঁর গাড়ির ওপর হামলা হয় বলে অভিযোগ।
দিলীপ ঘোষের গাড়ি ও নিরাপত্তাকর্মীর গাড়িও ভাঙচুর করা হয়েছে বলে অভিযোগ। ধাক্কাধাক্কাতি হালকা চোট পান এই বিজেপি নেতা।
সম্প্রতি দিলীপ ঘোষ নিউটাউনের জোতভীম এলাকায় নতুন একটি আবাসনের ফ্ল্যাটে থাকতে শুরু করেছেন। সেখানে প্রতিদিনই মর্নিং ওয়াকে বেরিয়ে জনসংযোগ সারেন তিনি। স্থানীয় লোকজনের সঙ্গে পরিচিত হওয়ার পাশাপাশি চা চক্রের মতো ছোট ছোট কর্মসূচিও করেন। বুধবারও তেমনই একটি চা চক্রের আয়োজন করা হয় ওই আবাসনের পিছনের দিকে আঠেরতলা বাজার এলাকায়। দিলীপ ঘোষ সেখানে যাওয়ার আগে থেকেই সেখানে উত্তেজনার পারদ চড়ছিল। তিনি পৌঁছনোর পর তা চরমে ওঠে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এ দিন সকাল থেকেই দিলীপের কর্মসূচি ঘিরে স্থানীয় বিজেপি নেতা অনুপম ঘোষের নেতৃত্বে প্রস্তুতি পর্ব চলছিল। সেই সমর এলাকার কিছু লোকজন তাঁদের বাধা দেন বলে অভিযোগ। তাঁরা দাবি করতে থাকেন, এই এলাকায় বিজেপির কোনও স্থান নেই, এখানে কোনও কর্মসূচি করা যাবে না।
এর পর ঘটনাস্থলে দিলীপ ঘোষ পৌঁছতেই পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। শুরু হয় ধস্তাধস্তি। যদিও তৃণমূলের তরফে এখনও কোনও প্রতিক্রিয়া পাওয়া যায় নি।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.