Header Ads

দিলীপের ওপর হামলা; ফোন করে খোঁজ নিলেন অমিত শাহ

নজরবন্দি ব্যুরো: এদিন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের উপর হামলার ঘটনায় রাজ্যজুড়ে চরম উত্তেজনা তৈরি হল। রাজ্যের সমস্ত বিরোধী রাজনৈতিক দল এই ঘটনাকে ঘিরে নিজেদের মধ্যে লড়াই শুরু করে দিয়েছে।

শুধু রাজনৈতিক তরজাই নয় দিলীপের ওপর এই হামলার খবর পৌঁছে গিয়েছে দিল্লিতে। সকাল পৌনে বারোটা নাগাদ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সরাসরি ফোন করেন দিলীপ ঘোষকে। তিনি এই খবর নেন। কিন্তু দিলীপ তাঁকে আশ্বস্ত করেন, চিন্তা কোনও কারণ নেই। এটা তৃণমূলের গুণ্ডাগিরি। এতে ভয়ের কিছু নেই। ফের আমি ওখানে যাব।


প্রসঙ্গত, নিউটাউনে দিলীপ ঘোষের গাড়ির ওপর হামলা হয় বলে অভিযোগ। প্রতিদিনই তিনি মর্নিংওয়াকে বেরোন। বুধবার সকালে তিনি ভাঙর পাশ্ববর্তী এলাকায় মর্নিংওয়াকে গিয়েছিলেন। তখনই তাঁর গাড়ির ওপর হামলা হয় বলে অভিযোগ।
দিলীপ ঘোষের গাড়ি ও নিরাপত্তাকর্মীর গাড়িও ভাঙচুর করা হয়েছে বলে অভিযোগ। ধাক্কাধাক্কাতি হালকা চোট পান এই বিজেপি নেতা।

সম্প্রতি দিলীপ ঘোষ নিউটাউনের জোতভীম এলাকায় নতুন একটি আবাসনের ফ্ল্যাটে থাকতে শুরু করেছেন। সেখানে প্রতিদিনই মর্নিং ওয়াকে বেরিয়ে জনসংযোগ সারেন তিনি। স্থানীয় লোকজনের সঙ্গে পরিচিত হওয়ার পাশাপাশি চা চক্রের মতো ছোট ছোট কর্মসূচিও করেন। বুধবারও তেমনই একটি চা চক্রের আয়োজন করা হয় ওই আবাসনের পিছনের দিকে আঠেরতলা বাজার এলাকায়। দিলীপ ঘোষ সেখানে যাওয়ার আগে থেকেই সেখানে উত্তেজনার পারদ চড়ছিল। তিনি পৌঁছনোর পর তা চরমে ওঠে।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.