Header Ads

ফের সম্প্রচারিত হতে চলেছে সুশান্ত সিং রাজপুতের জনপ্রিয় ধারাবাহিক 'পবিত্র রিস্তা'

নজরবন্দি ব্যুরোঃ বলিউডের জনপ্রিয় অভিনেতা সুশান্ত সিং রাজপুত গত ১৪ জুন আত্মঘাতী হন। তাঁর বয়স ছিল মাত্র ৩৪ বছর । তাঁর মৃত্যুর পর কেটেছে ১৬ দিন। এখন পর্যন্ত সেই শোক থেকে বেরোতে পারেননি বলিউড ইন্ডাস্ট্রির অনেকেই এবং সুশান্তের ভক্তরাও। প্রয়াত অভিনেতাকে শুধু দেশবাসিরাই নন বিদেশেও তাকে সন্মান জানানো হয়েছে। বিদেশের মাটিতে বড় পর্দায় তাঁর গান চালিয়ে স্মৃতি চারণ করা হয়েছে। এবার সুশান্তের প্রতি সম্মান জানিয়ে ফের একবার সম্প্রচারিত হতে চলেছে পবিত্র রিস্তা। জি আনমোল টেলি ধারাবাহিক পবিত্র রিস্তার ফের একবার সম্প্রচারের সিদ্ধান্ত নিয়েছে ।

ছোট পর্দার ধারাবাহিক শো পবিত্র রিস্তার মাধ্যমেই সুশান্তের ইন্ডাস্ট্রিতে পা রাখা। সুশান্ত এই ধারাবাহিকে মানব দেশমুখের চরিত্রে অভিনয় করেছিলেন । সুশান্ত তাঁর অভিনয় দিয়ে মানুষের মন জয় করেন এবং ধীরে ধীরে তাঁর জনপ্রিয়তা বাড়তে থাকে। সম্প্রতি অভিনেত্রী আশা নেগি ইনস্টাগ্রামে একটি ভিডিও শেয়ার করেছেন । সেখানে তিনি বলেছে, যারা আমাকে চেনেন, তাঁরা নিশ্চই জানেন আমার যাত্রাপথের সব থেকে বিশেষ পর্যায়টি হল পবিত্র রিস্তা। আজও আমার মনে পরে প্রথম দিনের সাংবাদিক সম্মেলনের কথা। সেদিনি সবার সাথে পরিচয় এবং প্রোমো শ্যুট হয়েছিল। পবিত্র রিস্তার টাইটেল ট্র্যাক দর্শকদের আকৃষ্ট করেছিল, ফলে অনেক ভালবাসা পেয়ে গানটি সবার খুব পছন্দের তালিকায় পৌছায়। আপনারা যদি আবার পবিত্র রিস্তা দেখতে চান, তাহলে জি ৫ অ্যাপটি ডাউলোড করুন।
Loading...

কোন মন্তব্য নেই

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.