Header Ads

করোনা আবহে শিক্ষক নিয়োগের প্রস্তুতি রাজ্যের!

নজরবন্দি ব্যুরো: আপার প্রাইমারিতে শিক্ষক নিয়োগে একের পর এক অনিয়মের অভিযোগ এনেছেন পরীক্ষার্থীদের একটা বড় অংশ। আদালতে দায়ের হয়েছে মামলা। সেই মামলার জট সরিয়ে কবে নিয়োগের কাজ শেষ করবে কমিশন, সেটাই এখন লাখটাকার প্রশ্ন। চলতে থাকা এই বিতর্কের মধ্যে ফের শিক্ষক নিয়োগের সম্ভাবনা দেখা দিল রাজ্যে।
ইতিমধ্যে মাধ্যমিক-উচ্চ মাধ্যমিকে শিক্ষক ও শিক্ষাকর্মীদের শূন্যপদের হিসেব নিতে শুরু করেছেন বিভিন্ন জেলার ডিআইরা।
বিকাশ ভবনে সূত্রের খবর, রাজ্যে শিক্ষক বদলির পাশাপাশি, নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশের জন্যই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। এই হিসাব চাওয়া হয়েছে ২০১৮ সালের ৮ মার্চের পর থেকে। অনুমোদিত পোস্টের সাপেক্ষেই এই শূন্যপদের হিসেব দিতে নির্দেশ দেওয়া হয়েছে।
উচ্চ প্রাথমিকে নিয়োগ আইনি জটিলতায় থমকে রয়েছে বহুদিন। বিজ্ঞপ্তি প্রকাশের পর কেটে গিয়েছে প্রায় সাত বছর। সেই নিয়োগের জট যেখানে খুলছে না, সেখানে মাধ্যমিক-উচ্চ মাধ্যমিক স্তরে নিয়োগের বিজ্ঞপ্তি বের করার আইনি বৈধতা আছে কিনা তা নিয়ে প্রশ্ন তুলেছেন অনেক আপারের পরীক্ষার্থী। এখন দেখার শেষপর্যন্ত কমিশন কি সিদ্ধান্ত নেয়। আর সেই দিকে তাকিয়ে হবু শিক্ষকরা। 
Loading...

কোন মন্তব্য নেই

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.