Header Ads

স্কুলের পরে এবার কলেজের ফি-বৃদ্ধির প্রতিবাদে সরব পড়ুয়ারা

নজরবন্দি ব্যুরো: শহরের স্কুলগুলোতে ফি বৃদ্ধির প্রতিবাদে এতদিন পথে নেমে বিক্ষোভ প্রতিবাদ দেখাতে দেখা গিয়েছে ছাত্রছাত্রীদের অভিভাবকদের। এবার কলেজের ফি-বৃদ্ধির প্রতিবাদে এবার সরব পড়ুয়ারাও। কলেজের গেটে তালা ঝুলিয়ে বিক্ষোভ শুরু করল পড়ুয়ারা। ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে দুর্গাপুর উইমেন্স কলেজে। বিক্ষোভের জেরে কলেজের মধ্যে দীর্ঘক্ষন আটকে থাকে অধ্যক্ষা সহ বেশ কয়েকজন কর্মী।করোনা আবহে দেশজুড়ে সঙ্কটময় পরিস্থিতি। সঙ্কটময় পরিস্থিতিতে দুর্গাপুর উইমেন্স কলেজ কর্তৃপক্ষ হঠাত্‍ই প্রায় দু'হাজার টাকা ফি বৃদ্ধি করেছে বলে অভিযোগ।
ফি বৃদ্ধির প্রতিবাদে সরব হয়েছে কলেজের পড়ুয়ারা। সোমবার থেকে কলেজে বিক্ষোভ শুরু করেছে পড়ুয়ারা।বিক্ষোভকারীদের বক্তব্য, কলেজ কর্তৃপক্ষ পড়ুয়াদের করোনা আবহে পারিবারিক আর্থিক সংঙ্কটের কথা না ভেবেই অতিরিক্ত ফি বৃদ্ধি করেছে। অবিলম্বে ফি বৃদ্ধির হার কমাতে হবে কলেজ কর্তৃপক্ষকে।এর আগেও বিক্ষোভকারীরা প্রতিবাদ দেখায় কিন্তু কলেজ কর্তৃপক্ষ সে প্রতিবাদে কর্ণপাত না করাই মঙ্গলবার ফের বিক্ষোভ শুরু করে কলেজ গেটে। এদিন কলেজের গেটে তালা লাগিয়ে দেয় বিক্ষোভকারীরা। কলেজের বাইরে দুপুর পর্যন্ত চলতে থাকে বিক্ষোভ।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.