Header Ads

ভারতে টিক-টক বন্ধ হওয়ার পর ওয়ার্নারকে খোঁচা অশ্বিনের

নজরবন্দি ব্যুরো: TikTok, UC Browser, Helo-সহ ৫৯টি চিনা মোবাইল অ্যাপ নিষিদ্ধ করেছে কেন্দ্র! কেন্দ্রীয় তথ্যপ্রযুক্তি মন্ত্রকের থেকে জানানো হয়েছে, এই ৫৯টি অ্যাপ দেশের সার্বভৌমত্ব, অখণ্ডতা, দেশের সুরক্ষার জন্য অত্যন্ত ক্ষতিকর! সে জন্যই এই অ্যাপগুলিকে নিষিদ্ধ করা হয়েছে। চিনা অ্যাপ TikTok ভারতে নিষিদ্ধ হতেই অজি ওপেনার ডেভিড ওয়ার্নারকে সোশাল মিডিয়ায় ট্রোল করলেন ভারতীয় স্পিনার রবিচন্দ্রন অশ্বিন।নিজের স্ত্রী এবং মেয়েদের সঙ্গে নানান ধরণের মজাদার টিকটক ভিডিয়ো তৈরিতে জনপ্রিয় ডেভিড ওয়ার্নার। তাকে তার মেয়েদের সঙ্গে বলিউডের গান 'শীলা কী জাওয়ানি' আর আল্লু অর্জুনের সুপারহিট তেলেগু গান 'বুট্টা বোম্মা'তে টিকটকে নাচের ভিডিয়ো তৈরি করেছিলেন।

 সম্প্রতি তিনি নিজের টিকটক ভিডিয়োর জন্য অক্ষর কুমারের 'বালা' গানটিকে বেছেছিলেন। এই গানে ডেভিড ওয়ার্নার নিজের মেয়েদের সঙ্গে মজার নাচ করেছিলেন। আর এবার ভারতে টিকটক বন্ধ হবার পর ওয়ার্নারকে এই নিয়ে খোঁচা দেওয়ার সুযোগ হাতছাড়া করেননি অশ্বিন। তিনি টুইটারে লেখেন, 'আপ্পো আনওয়ার? ডেভিড ওয়ার্নার'। যার বাংলা তর্জমা করলে দাঁড়ায়, 'এবার কী করবে ওয়ার্নার?' যদিও এই বিষয়ে এখনও কোনও প্রতিক্রিয়া দেনন অজি তারকা ওপেনার। ভারতে টিকটক বন্ধ হওয়া ওয়ার্নার যে কষ্ট পাবেন তা অবশ্য বলার অপেক্ষা রাখে না।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.