চিনকে উপযুক্ত জবাবা দিতে ভারত স্পাইস-২০০০ বোমা কিনতে চলেছে ইজরায়েল থেকে
নজরবন্দি ব্যুরো: পূর্ব লাদাখে ভারত-চীন সংঘর্ষের সুযোগ নিয়ে পাকিস্তানিও সীমান্তে অতিরিক্ত সেনা মোতায়েন করে ভারতের উপর আরও চাপ বাড়াচ্ছিল। এই পরিস্থিতিতেই স্পাইস-২০০০ বোমা কিনতে চলেছে ভারতীয় বায়ুসেনা। ইজরায়েল থেকে বালাকোট এয়ার স্ট্রাইকে ব্যবহার করা হয়েছিল ক্ষমতাশালী স্পাইস-২০০০ বোমা। সূত্রের খবর অনুযায়ী, ভারতীয় বায়ুসেনার এই বিশেষ ধরনের বোমা মজুত রয়েছে। কিন্তু অস্ত্রাগারের সম্ভার বাড়ানোর জন্য আরও বোমা কিনতে চলেছে বায়ুসেনা। ফেব্রুয়ারি ২০১৯ এ নিয়ন্ত্রণরেখা পার করে পাকিস্তানের জঙ্গি ঘাঁটি ধ্বংস করতে এয়ার স্ট্রাইক করেছিল ভারতীয় বায়ুসেনা। ফ্রান্সের তৈরি মিরাজ-২০০০ যুদ্ধবিমানে এই বিশেষ ধরনের বোমা মূলত ব্যাবহার করা হয়।
মাটির তলায় থাকা শত্রুপক্ষের ঘাঁটি ধ্বংস করার ক্ষমতা রয়েছে স্পাইস-২০০০ বোমায়। সেনা সূত্রে জানা যায়, শত্রু বাঙ্কার ও বিল্ডিং ধ্বংস করতে স্পাইস-২০০০ বোমা খুব কাজের। লাদাখের গালোয়ানে ভারতীয় সেনাবাহিনীর উপর চীনের হামলার পরেই এই বিষয়ে সিদ্ধান্ত নেই ভারত সরকার। সেনাবাহিনীকে প্রয়োজন অনুযায়ী ৫০০ কোটি টাকা পর্যন্ত যুদ্ধ সামগ্রী কেনার জন্য ছাড়পত্র দিয়েছে কেন্দ্র সরকার। অন্যদিকে বায়ুসেনা ইজরায়েলের থেকে অতিরিক্ত স্পাইস-২০০০ বোমা কিনতে চলেছে। জানা যাচ্ছে, শুধু বায়ুসেনা নয় পদাতিক বাহিনীর জন্যও একাধিক অস্ত্রের বরাত দেওয়া হয়েছে। এবং বিদেশ থেকে আমদানি করা হত এমন অস্ত্র দেশেই বানানোর উদ্যোগও নেওয়া হচ্ছে। সুইস আর্মি নাইফ ভারতে তৈরি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ভারত পদাতিক বাহিনীর জন্য সুইস আর্মি নাইফ কেনার বরাত ডাকতে চলেছে খুব তারাতাড়ি।
সুইস আর্মি নাইফ বা সুইস ছোরায় থাকে একটা ডেটোনেটর ক্রিম্পার, একটা ওয়্যার কাটার, একটি বটল ওপেনার এবং একটি ব্লেড। ক্লোজ কমব্যাট অর্থাৎ হাতাহাতি লড়াইয়ের সময় এই ছোরা ভিষণ উপযোগী। সব দেশের সেনাবাহিনীর কাছে এই মাল্টি পারপাস নাইফ থাকে। মাইনাস ২০ ডিগ্রি থেকে ৫০ ডিগ্রি তাপমাত্রা পর্যন্ত সব পরিস্থিতিতেই সমানভাবে কার্যকর এই সুইস আর্মি নাইফ। তাই সব দেশের সেনারাই এটি ব্যবহার করে। ভারতকে এতদিন পর্যন্ত এই নাইফ বাইরে থেকে আনতে হত। কিন্তু এখন সুইস আর্মি নাইফ ভারতেই তৈরী করা হবে।
মাটির তলায় থাকা শত্রুপক্ষের ঘাঁটি ধ্বংস করার ক্ষমতা রয়েছে স্পাইস-২০০০ বোমায়। সেনা সূত্রে জানা যায়, শত্রু বাঙ্কার ও বিল্ডিং ধ্বংস করতে স্পাইস-২০০০ বোমা খুব কাজের। লাদাখের গালোয়ানে ভারতীয় সেনাবাহিনীর উপর চীনের হামলার পরেই এই বিষয়ে সিদ্ধান্ত নেই ভারত সরকার। সেনাবাহিনীকে প্রয়োজন অনুযায়ী ৫০০ কোটি টাকা পর্যন্ত যুদ্ধ সামগ্রী কেনার জন্য ছাড়পত্র দিয়েছে কেন্দ্র সরকার। অন্যদিকে বায়ুসেনা ইজরায়েলের থেকে অতিরিক্ত স্পাইস-২০০০ বোমা কিনতে চলেছে। জানা যাচ্ছে, শুধু বায়ুসেনা নয় পদাতিক বাহিনীর জন্যও একাধিক অস্ত্রের বরাত দেওয়া হয়েছে। এবং বিদেশ থেকে আমদানি করা হত এমন অস্ত্র দেশেই বানানোর উদ্যোগও নেওয়া হচ্ছে। সুইস আর্মি নাইফ ভারতে তৈরি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ভারত পদাতিক বাহিনীর জন্য সুইস আর্মি নাইফ কেনার বরাত ডাকতে চলেছে খুব তারাতাড়ি।
সুইস আর্মি নাইফ বা সুইস ছোরায় থাকে একটা ডেটোনেটর ক্রিম্পার, একটা ওয়্যার কাটার, একটি বটল ওপেনার এবং একটি ব্লেড। ক্লোজ কমব্যাট অর্থাৎ হাতাহাতি লড়াইয়ের সময় এই ছোরা ভিষণ উপযোগী। সব দেশের সেনাবাহিনীর কাছে এই মাল্টি পারপাস নাইফ থাকে। মাইনাস ২০ ডিগ্রি থেকে ৫০ ডিগ্রি তাপমাত্রা পর্যন্ত সব পরিস্থিতিতেই সমানভাবে কার্যকর এই সুইস আর্মি নাইফ। তাই সব দেশের সেনারাই এটি ব্যবহার করে। ভারতকে এতদিন পর্যন্ত এই নাইফ বাইরে থেকে আনতে হত। কিন্তু এখন সুইস আর্মি নাইফ ভারতেই তৈরী করা হবে।
Loading...
কোন মন্তব্য নেই