Header Ads

এবার বিএসএনএল বাতিল করলো চীনা সংস্থার 4G টেন্ডার।

নজরবন্দি ব্যুরো: লাদাখ সীমান্তে চিনের সঙ্গে উত্তেজনা চলছে ভারতের। এর মধ্যেই বেজিংকে অর্থনৈতিক ক্ষেত্রে জব্দ করতে কড়া পদক্ষেপ করেছে নয়া দিল্লি। টিকটক, শেয়ার ইটের মতো ৫৯টি চিনা অ্যাপ ভারতে বন্ধ করে দিয়েছে কেন্দ্রীয় সরকার। তার দু'দিনের মধ্যে টেলি কমিউনিকেশন ক্ষেত্রে আরও বড় সিদ্ধান্ত নিল নরেন্দ্র মোদী সরকার। বিএসএনএল এবং এমটিএনএল তাদের ফোর জি পরিষেবার জন্য চিনা সংস্থার সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছিল। টেন্ডারে বেছে নেওয়া হয়েছিল একটি চিনা সংস্থাকে। কেন্দ্রের নির্দেশে সেই টেন্ডার বাতিল করে দেওয়া হল বুধবার।বিএসএনএলের তরফে বিবৃতি জারি করে বলা হয়েছে, কেন্দ্রীয় সরকারের নির্দেশেই ফোর জি পরিষেবা উন্নত করার জন্য যে চিনা সংস্থাকে টেন্ডারের মাধ্যমে বেছে নেওয়া হয়েছিল, তা বাতিল করা হল।
 প্রায় আট হাজার কোটি টাকার চুক্তি হয়েছিল। পরিষেবা উন্নত করার জন্য যন্ত্রাংশ আসত চিন থেকে। কিন্তু তা বাতিল করা হয়েছে। পর্যবেক্ষকদের মতে, বেজিংকে জবাব দিতেই এই পদক্ষেপ করেছে নিয়াদিল্লি। তাহলে এ বার কারা করবে সেই কাজ? আবার কি টেন্ডার ডাকা হবে? বিএসএনএলের এক শীর্ষ সারির আধিকারিক জানিয়েছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যে আত্মনির্ভর ভারত গড়ার ডাক দিয়েছেন, সেই পথে হেঁটেই ফোর জি পরিকাঠামো উন্নত করার কাজ করা হবে। অর্থাত্‍ যে যন্ত্রাংশ চিন থেকে আসার কথা ছিল তা এবার ভারতেই তৈরি হবে।টেলি কমিউনকেশন বিশেষজ্ঞ মহেশ উপ্পল বলেছেন, 'মোবাইল ফোন উত্‍পাদনে ভারত পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম দেশ। কিন্তু তার ৭৫ শতাংশ যন্ত্রাংশ আসে চিন থেকে।'
তাঁর আশঙ্কা এত দ্রুত চিন থেকে সেসব আসা বন্ধ হয়ে গেলে ভারতে উত্‍পাদন ধাক্কা খেতে পারে। তাঁর কথায় মোবাইল ফোন প্রস্তুতকারক সংস্থাগুলির মধ্যে প্রথম পাঁচে যেগুলি রয়েছে তার মধ্যে দুটি চিনের। সম্প্রতি একটি সমীক্ষায় দেখা গিয়েছিল, ভারতে যদি প্রতিদিন ১০টি ফোন বিক্রি হয় তাহলে তার মধ্যে আটটি অপ্পো এবং শাওমির। তবে বিএসএনএল কর্তারা আশাবাদী, ভারতে তৈরি হওয়া যন্ত্রাংশ দিয়েই ফোর জি পরিকাঠামো ঢেলে সাজার কাজ করা যাবে।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.