এই প্রথম মুম্বইয়ের সবচেয়ে বিখ্যাত গণেশ পুজো লালবাগচা সুবিশাল মূর্তি থাকবে না।
নজরবন্দি ব্যুরো: এই প্রথম মুম্বইয়ের সবচেয়ে বিখ্যাত গণেশ পুজো লালবাগচা রাজার সেই সুবিশাল মূর্তি থাকবে না। গণেশ উত্সব পালিত হবে। কিন্তু অন্যরকম ভাবে। রক্ত ও প্লাজমা ডোনেশন ক্যাম্প তৈরি হবে সেখানে। এই ভাবেই গণেশ পুজোয় স্বাস্থ্য উত্সবে মাতবে মুম্বইবাসী।আয়োজকদের কথায়, 'এ বছরের পরিস্থিতি বিবেচনা করে এটাই উত্সব হিসেবে আয়োজন করা হবে।' লালবাগের রাজা গণেশ উত্সবের সেক্রেটারি সুধীর সালভি বলেন, 'এই বছর আমরা কোনও মূর্তি রাখব না,
কারণ মানুষ দেখার জন্য ভিড় করবেন। করোনা আবহে সেই ঝুঁকি নেওয়া ঠিক হবে না।করোনা পরিস্থিতি সামাল দিতে আমরা মুখ্যমন্ত্রীকে ২৫ লক্ষ টাকা অনুদান দিয়েছি।'মহারাষ্ট্রে করোনা পরিস্থিতি এতটাই ভয়াবহ যে আদৌ গণেশ পুজো হবে কিনা তা নিয়ে ভক্তদের মধ্যে রয়েছে সন্দেহ।
কারণ মানুষ দেখার জন্য ভিড় করবেন। করোনা আবহে সেই ঝুঁকি নেওয়া ঠিক হবে না।করোনা পরিস্থিতি সামাল দিতে আমরা মুখ্যমন্ত্রীকে ২৫ লক্ষ টাকা অনুদান দিয়েছি।'মহারাষ্ট্রে করোনা পরিস্থিতি এতটাই ভয়াবহ যে আদৌ গণেশ পুজো হবে কিনা তা নিয়ে ভক্তদের মধ্যে রয়েছে সন্দেহ।
Loading...
কোন মন্তব্য নেই