Header Ads

বিপদ এখনি কাটবে না, আরও কয়েক দশক ভুগতে হবে করোনা নিয়ে,সতর্কবার্তা হু এর।

নজরবন্দি ব্যুরো: বিশ্বজুড়ে করোনা দাপট।রোজই সংক্রমণের রেকর্ড ভাঙছে এই ভাইরাস।এরই মাঝে দুবাই কর্তৃপক্ষ আয়োজিত একটি ভার্চুয়াল কনফারেন্সে বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান অ্যাডানম গেব্রিয়েসাসের মন্তব্য, বিপদ এখনও কাটেনি।আরও কয়েক দশক ভুগতেই হবে আমাদের। এটা শুধু স্বাস্থ্য সঙ্কট নয়, একই সঙ্গে অর্থনৈতিক, সামাজিক এবং কিছু দেশের ক্ষেত্রে রাজনৈতিক সঙ্কটও। করোনা-যুদ্ধ জিততে সব দেশকেই ফের একজোট হওয়ার ডাক দিলেন তিনি।বিশ্ব স্বাস্থ্য সংস্থার দেওয়া তথ্য অনুযায়ী করোনাকে মাত দিতে বিশ্বে ১৩৫টি ভ্যাকসিন তৈরি হতে চলেছে ।
এর মধ্যে ১৩টি কোভিড ভ্যাকসিনের পরীক্ষামূলক প্রয়োগ চলছে ও বাকি ১১৫টি রয়েছে প্রাথমিক স্টেজে । এ প্রসঙ্গে WHO প্রধান বলেন, এবছরের শেষেও যদি করোনার কোনও প্রতিষেধক পাওয়া যায়, তাহলেও তা সারা বিশ্বের মানুষের হাতে এই প্রতিষেধক পৌঁছতে আড়াই বছরেরও বেশি সময় লেগে যাবে ।গোটা বিশ্বে করোনা আক্রান্তের সংখ্যা ইতিমধ্যেই ছাড়িয়ে গিয়েছে ৯০ লাখ । জন হপকিঙ্কস ইউনিভার্সিটির তথ্য অনুযায়ী ইতিমধ্যে করোনায় দুনিয়া জুড়ে মৃত্যু হয়েছে ৪ লাখ ৬৯ হাজার মানুষের । শুধু আমেরিকাতেই আক্রান্ত ২২ লাখ ৯১ হাজারের থেকেও বেশি মানুষ । মৃতের সংখ্যা ১ লাখ ২০ হাজার । আমেরিকার পরেই রয়েছে ব্রাজিল । সেখানে করোনা আক্রান্ত ১০ লাখ ৮৩ হাজারেরও বেশি মানুষ । মৃত ৫০ হাজারেরও বেশি । কোভিড ১৯-এর ভ্যাকসিন নিয়ে গবেষণা চললেও পরীক্ষামূলক ট্রায়ালের পর সফল হিসেবে কোনও ভ্যাকসিন এখনও সামনে আসেনি ।তবে করোনা মহামারির ক্ষেত্রে আশার আলোও আছে বলে জানিয়েছে হু প্রধান । বহু দেশে প্রকোপ কমেছে করোনার। কয়েকদিন আগে নিউজিল্যান্ডে করোনা রোগীর সংখ্যা দাঁড়িয়েছিল শূন্য।

 ১২ মার্চ প্রথম সংক্রমণ ধরা পড়েছিল নেদারল্যান্ডসে। প্রায় ৬ হাজার মানুষের মৃত্যু হয়েছে সে দেশে। ডাচ স্বাস্থ্য মন্ত্রকের দাবি, ২২ জুনের পর দেশটির কোনও প্রান্ত থেকেই নতুন সংক্রমণের খবর মেলেনি। ইতালিতেও করোনা-মৃত্যুর হার ক্রমশ কমছে। ২৪ ঘণ্টায় ইতালিতে মৃত্যু হয়েছে ২৪ জনের। যা ২ মার্চের পর থেকে সবচেয়ে কম।করোনা চিকিত্সায় কদিন আগেই স্টেরয়েড ডেক্সামিথাসোন প্রয়োগ করার কথা বলেছে হু।যদিও আগেই ব্রিটিশ সরকার এই স্টেরয়েড ব্যবহারে অনুমোদন দিয়েছে। কিন্তু প্রয়োগের অনুমোদন দিলেও ব্যবহার নিয়ে সতর্ক করল বিশ্ব স্বাস্থ্য সংস্থা। ডাক্তারি পরামর্শ ছাড়া যথেচ্ছ প্রয়োগ প্রাণঘাতী হতে পারে বলে জানানো হয়েছে।উল্লেখ্য, ১৯৭৭ সাল থেকে ডেক্সামিথাসোনকে ইমার্জেন্সি মেডিসিনের তালিকাভুক্ত করেছে হু।এই ওষুধ সহজে মেলে, দামেও সস্তা। করোনা চিকিত্সায় এই ওষুধ প্রয়োগে কার্যকরী ফল মিলবে বলে আশা বিশ্ব স্বাস্থ্য সংস্থার।

কোন মন্তব্য নেই

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.