Header Ads

লড়াই শেষ, করোনায় মৃত্যু হল তৃণমূল বিধায়ক তমোনাশ ঘোষের

নজরবন্দি ব্যুরো: করোনা আক্রান্ত হয়ে মৃত্যু ফলতার তৃণমূল বিধায়ক তমোনাশ ঘোষের। বেশ কয়েকদিন ধরে বাইপাসের ধারে এক বেসরকারি হাসপাতালে ভরতি ছিলেন তিনি। গত তিনদিন ধরে তাঁর শারীরিক অবস্থার অবনতি হয়। বুধবার সকালে ওই বেসরকারি হাসপাতালেই মৃত্যু হয় তাঁর। বর্ষীয়ান রাজনীতিকের মৃত্যুতে শোকস্তব্ধ রাজনৈতিক মহল।তমোনাশবাবু ছিলেন দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ নিগমের চেয়ারম্যান।
 সেই কাজেই গত মাসে দুর্গাপুর গিয়েছিলেন তিনি। সেখানেই অসুস্থ হয়ে পড়েন ফলতার তিন বারের তৃণমূল বিধায়ক। তারপর কলকাতায় ফিরে আসার পর ২২ মে তাঁর নমুনা পরীক্ষা হলে করোনা পজিটিভ ধরা পড়ে।

কোন মন্তব্য নেই

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.