শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভর্তি জনপ্রিয় কোরিওগ্রাফার সরোজ খান
নজরবন্দি ব্যুরো: বলিউডের অন্যতম জনপ্রিয় কোরিওগ্রাফার সরোজ খান মঙ্গলবার মুম্বইয়ের এক হাসপাতালে ভর্তি হয়েছেন । পিঙ্কভিলার রিপোর্টের ভিত্তিতে জানতে পারা গিয়েছে শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন সরোজ খান । ৭১ বছর বয়সী সরোজ খান বলিউডের একাধিক জনপ্রিয় ছায়ছবিতে নৃত্য পরিচালক হিসাবে কাজ করেছেন । মিস্টার ইন্ডিয়া, চাঁদনি, বেটা, তেজাব, নাগিনা, ডর, বাজিগর থেকে শুরু করে হাল আমলের নমস্তে লন্ডন, যব উই মেট, এজেন্ট বিনোদ, রাওডি রাঠোর সহ বহু ছবির কোরিওগ্রাফারের কাজ করেছেন সাফল্যের সাথে।
সরোজ খানের হাসপাতালে ভর্তির বিষয়ে পরিবারের কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি এখনও পর্যন্ত । কোনও রকমের গুজব না ছড়ানোর আবেদন জানানো হয়েছে । কিন্তু সূত্রের খবর সরোজ খানকে হাসপাতালে ভর্তি করা হয়েছে ।
সরোজ খানের হাসপাতালে ভর্তির বিষয়ে পরিবারের কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি এখনও পর্যন্ত । কোনও রকমের গুজব না ছড়ানোর আবেদন জানানো হয়েছে । কিন্তু সূত্রের খবর সরোজ খানকে হাসপাতালে ভর্তি করা হয়েছে ।
কোন মন্তব্য নেই