তৃণমূল নেতার 'আম্ফান চুরি'; "দিন বদলাচ্ছে। সরকারও বদলাবে।" প্রতিক্রিয়া সূর্যকান্ত মিশ্র-র।
নজরবন্দি ব্যুরোঃ অনেক বার বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়, চুরি নয়, স্বজন পোষন নয়! শুধু আজ নয় বিগত কয়েক বছর ধরেই! কিন্তু কে শোনে কার কথা? মুখ্যমন্ত্রী বা দলনেত্রী বলার কথা বলেন কিন্তু তা পালন হয় না দলে। এই পরম্পরা আমফানের ত্রান বন্টনেও চলছে। রাজ্যের বিভিন্ন কোন থেকে অভিযোগ উঠেছে তৃণমূলের ত্রান দূর্নিতীর। মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগের সত্যতা দেখে মন্তব্য করেছেন, ত্রাণের টাকা নিয়ে দুর্নীতি হলে কাউকে ছাড়া হবে না, শাস্তি হবেই। কিন্তু কে শোনে কার কথা।
তৃনমুলের চুরি অব্যাহত রয়েছে বঙ্গে; প্রমান পাওয়া গেল এদিনও। আমফানে ক্ষতিপূরণের টাকা তছরুপ করেছেন এই কথা স্বীকার করে একঝাক গ্রামবাসী, পুলিশ আর বিডিওর সামনে কান ধরে ওঠবস করলেন মথুরাপুরের তৃণমূল কংগ্রেস পরিচালিত নগেন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের সদস্য স্বপন ঘাটি। বিডিও তাঁকে বলেছেন, "লজ্জা লাগা দরকার।" কিন্তু সবার সামনে সত্য প্রকাশিত হওয়ার পরেও কোন অজানা কারনে পুলিশ তাঁকে গ্রেফতার করেনি। ব্যাবস্থা নেয়নি দলও। এই প্রসঙ্গে সিপিআইএম রাজ্য সম্পাদক সুর্যকান্ত মিশ্র ট্যুইটে আক্রমন শানিয়েছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় কে। সুর্যবাবু সিপিআইএম নেতা প্রাক্তন বিধায়ক ধিরেন লেট এর কান ধরে ওঠবস খাওয়ার ছবি আর চুরির দায়ে ধৃত তৃণমূল নেতার কান ধরে ওঠবস করার ছবি পাশাপাশি পোস্ট করে লিখেছেন, "প্রবীন কমরেড ধীরেন লেট,প্রাক্তন সি পি এম বিধায়কের মাথা ফাটিয়ে কান ধরে উঠবস করানো হয়েছিল সি পি এম করার জন্য ! পাশের ছবিতে এখন তৃনমুল নেতারা কান ধরে উঠবস করছে জনগনের সামনে আম্ফান দুর্নীতি করার অপরাধে !দিন বদলাচ্ছে। সরকারও বদলাবে।"
তৃনমুলের চুরি অব্যাহত রয়েছে বঙ্গে; প্রমান পাওয়া গেল এদিনও। আমফানে ক্ষতিপূরণের টাকা তছরুপ করেছেন এই কথা স্বীকার করে একঝাক গ্রামবাসী, পুলিশ আর বিডিওর সামনে কান ধরে ওঠবস করলেন মথুরাপুরের তৃণমূল কংগ্রেস পরিচালিত নগেন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের সদস্য স্বপন ঘাটি। বিডিও তাঁকে বলেছেন, "লজ্জা লাগা দরকার।" কিন্তু সবার সামনে সত্য প্রকাশিত হওয়ার পরেও কোন অজানা কারনে পুলিশ তাঁকে গ্রেফতার করেনি। ব্যাবস্থা নেয়নি দলও। এই প্রসঙ্গে সিপিআইএম রাজ্য সম্পাদক সুর্যকান্ত মিশ্র ট্যুইটে আক্রমন শানিয়েছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় কে। সুর্যবাবু সিপিআইএম নেতা প্রাক্তন বিধায়ক ধিরেন লেট এর কান ধরে ওঠবস খাওয়ার ছবি আর চুরির দায়ে ধৃত তৃণমূল নেতার কান ধরে ওঠবস করার ছবি পাশাপাশি পোস্ট করে লিখেছেন, "প্রবীন কমরেড ধীরেন লেট,প্রাক্তন সি পি এম বিধায়কের মাথা ফাটিয়ে কান ধরে উঠবস করানো হয়েছিল সি পি এম করার জন্য ! পাশের ছবিতে এখন তৃনমুল নেতারা কান ধরে উঠবস করছে জনগনের সামনে আম্ফান দুর্নীতি করার অপরাধে !দিন বদলাচ্ছে। সরকারও বদলাবে।"
কোন মন্তব্য নেই