Header Ads

না হওয়া উচ্চমাধ্যমিক বিষয় গুলিতে সর্বোচ্চ নাম্বার পড়ুয়াদের, তাও প্রশ্নের মুখে সংসদ।

নজরবন্দি ব্যুরোঃ ইঙ্গিতটা পাওয়া গিয়েছিল আগেই। উচ্চ মাধ্যমিকের বাকি তিনটি পরীক্ষা সরকারি ভাবে বাতিল করা হয়েছে গতকাল। শুক্রবার শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় জানিয়ে দিয়েছেন, জুলাই মাসের ২, ৬ ও ৮ তারিখে উচ্চ মাধ্যমিকের বাকি পরীক্ষাগুলি হওয়ার কথা ছিল। কিন্তু অন্য বোর্ড ও সুপ্রিম কোর্টের নির্দেশ মেনেই পরীক্ষা বাতিল করা হল। কিন্তু কীভাবে হবে পরিক্ষার্থীদের উত্তরপত্রের মূল্যায়ন, যেখানে পরীক্ষাই হলনা!
উত্তরপত্রের বিষয় এবং মূল্যায়ন কিভাবে হবে সে বিষয়ে পরিষ্কার নির্দেশিকা দিল উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ। অনেক ছাত্র-ছাত্রী, অভিভাবক এই বিষয় টি নিয়ে দুশ্চিন্তায় ছিলেন। এদিন উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ সেই চিন্তার অবসান ঘটিয়েছে। কিভাবে দেওয়া হবে না হওয়া পরীক্ষা গুলির নাম্বার? সংসদ জানিয়েছে, পড়ুয়ারা বাতিল হওয়া পরীক্ষা গুলির আগে যে যে পরিক্ষাগুলি দিয়েছিল তাঁর মধ্যে যেটিতে সর্বোচ্চ নাম্বার পাবে, বাকি পরীক্ষা না হওয়া বিষয় গুলিতেও সেই নাম্বার বসিয়ে দেওয়া হবে। যেমন ধরা যাক ৩ টি পরীক্ষায় পড়ুয়া পেয়েছে ৬০, ৭০ এবং ৮০ সংসদের নিয়ম অনুসারে না হওয়া পরীক্ষার বিষয় গুলির সবকটিতেই দেওয়া হবে সর্বোচ্চ অর্থাৎ ৮০ নাম্বার!
এবার ধরা যাক কিছু ছাত্র ছাত্রী দাবি করল তাঁরা আরও বেশি নাম্বার পেতে পারত না হওয়া পরীক্ষাগুলিতে! সেক্ষেত্রে   সেই সব ছাত্রছাত্রীদের জন্য বিকল্প পদ্ধতি ভেবে রেখেছে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ। সেক্ষেত্রে সেই ছাত্র বা ছাত্রীকে তার স্কুলের কাছে আবেদন জানাতে হবে।
করোনা পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাওয়ার পর তাঁদের পরীক্ষা নেওয়া হবে। কিন্তু এই সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন উঠেছে যার উত্তর দেয়নি উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ। প্রশ্ন হল, করোনা পরিস্থিতি স্বাভাবিক হতে এখনও অনেক দেরি সেখানে যারা তাঁদের উত্তর নিয়ে সন্তষ্ট হবেনা তাঁদের যদি পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পর পরীক্ষা নেওয়া হয় তাহলে কলেজে ভর্তির বিষয়টা কি হবে? কারন উচ্চমাধ্যমিকের ফল প্রকাশের পরেই শুরু হয়ে যাবে ফর্ম ফিলাপের তোড়জোড়!

Tag: HS EXAM 2020, Partha Chatterjee

কোন মন্তব্য নেই

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.