বিজেপি কর্মীর মেয়ে কে কুপ্রস্তাব তৃণমূল কর্মীর! দু-পক্ষের বোমাবাজিতে জখম ৬।
নজরবন্দি ব্যুরোঃ এক বিজেপি কর্মীর মেয়েকে কুপ্রস্তাব দেওয়ার অভিযোগ উঠল তৃণমূল কর্মীর বিরুদ্ধে। ঘটনাটি ঘিরে উত্তপ্ত উত্তর ২৪ পরগনার গাইঘাটা বকচারা পারুইপাড়া এলাকা। ঘটনাকে কেন্দ্র করে শুরু হয় দুপক্ষের মধ্যে হাতাহাতি ও বোমাবাজি। জানা যাচ্ছে, শুক্রবার রাতে উত্তর ২৪ পরগনার গাইঘাটা ফুলসরা গ্রাম পঞ্চায়েতের বকচারা পারুইপাড়া এলাকার এক বিজেপি সমর্থকের মেয়েকে তৃণমূলের এক কথা কর্মী কুপ্রস্তাব দেয়। ঘটনাটি প্রকাশ্যে আসা মাত্রই ক্ষোভে ফেটে পড়েন বিজেপি কর্মী সমর্থকরা।
দু'দলের কর্মীদের মধ্যে সংঘাতের সৃষ্টি হয়। হাতাহাতির সময়ে লাঠি ও দা-এর আঘাতে দু’দলের অন্তত পক্ষে ৬ জন জখম হওয়ার খবর পাওয়া গেছে। শুধু তাই নয়, ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপকভাবে বোমাবাজিও হয়। বিজেপির অভিযোগ, তৃণমূলের লোকেরাই বোমাবাজি করে এলাকায় সন্ত্রাসের সৃষ্টি করেছে। বিজেপির কর্মীরা আরও অভিযোগ করেন, ওই এলাকায় প্রায় তৃণমূলের সমর্থকদের কাছে হেনস্তা হতে হয় তাদের। মহিলারাও রেহাই পায়না। তাদের সাথেও অশ্লীল ব্যবহার করে তৃণমূলের সমর্থকেরা। যদিও এই সমস্ত অভিযোগ ভূল বলে দাবি শাসকদলের। শুক্রবার রাত থেকেই উত্তপ্ত এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। দু’টি বোমাও উদ্ধার করেছে পুলিশ। দু’দলের বেশ কয়েকজনকে আটক করেছে পুলিশ। শনিবারও বকচারা পারুইপাড়া এলাকা জারি রয়েছে পুলিশি টহলদারি।
Tag: BJP, TMC
দু'দলের কর্মীদের মধ্যে সংঘাতের সৃষ্টি হয়। হাতাহাতির সময়ে লাঠি ও দা-এর আঘাতে দু’দলের অন্তত পক্ষে ৬ জন জখম হওয়ার খবর পাওয়া গেছে। শুধু তাই নয়, ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপকভাবে বোমাবাজিও হয়। বিজেপির অভিযোগ, তৃণমূলের লোকেরাই বোমাবাজি করে এলাকায় সন্ত্রাসের সৃষ্টি করেছে। বিজেপির কর্মীরা আরও অভিযোগ করেন, ওই এলাকায় প্রায় তৃণমূলের সমর্থকদের কাছে হেনস্তা হতে হয় তাদের। মহিলারাও রেহাই পায়না। তাদের সাথেও অশ্লীল ব্যবহার করে তৃণমূলের সমর্থকেরা। যদিও এই সমস্ত অভিযোগ ভূল বলে দাবি শাসকদলের। শুক্রবার রাত থেকেই উত্তপ্ত এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। দু’টি বোমাও উদ্ধার করেছে পুলিশ। দু’দলের বেশ কয়েকজনকে আটক করেছে পুলিশ। শনিবারও বকচারা পারুইপাড়া এলাকা জারি রয়েছে পুলিশি টহলদারি।
Tag: BJP, TMC
কোন মন্তব্য নেই