ফেয়ারনেস ক্রিমের বিজ্ঞাপন প্রত্যাখান করেছিলেন, বর্ণবৈষম্যের শিকার বিপাশা!
নজরবন্দি ব্যুরো: উঠে এল নানা অভিজ্ঞতা।বর্ণবৈষম্য বিতর্কের অবসান ঘটাতে ফেয়ার অ্যান্ড লাভলি থেকে ফেয়ার শব্দটিই বাদ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে হিন্দুস্তান ইউনিলিভার। আর সেই পোস্টটিকে শেয়ার করেই বিপাশা বসু ইনস্টাগ্রামে লিখলেন গায়ের রঙের কারণে তাঁকে কী কী অপ্রিয় পরিস্থিতির সম্মুখীন হতে হয়েছিল উঠে এল নানা অভিজ্ঞতা।
কালো ডাকটা জীবনের অঙ্গ হয়ে উঠেছিল বিপাশার। শুরুটা তাঁর পরিবারেই। বিপাশা তার দিদি বিদিশার থেকে একটু বেশি কালো তাই না?শুরু করে বলিউডের প্রথম সিনেমা অজনবি–তে শ্যামলা মেয়েটি দারুণ অভিনয় করেছে। বিপাশার কাছে এটাই আশ্চর্যের, কেন তাঁর জন্য এই বিশেষণটাই এতটা গুরুত্বপূর্ণ। এরকম আরও উদাহরণ তিনি দিয়েছেন। সিনেমায় পা রাখার আগে ১৫, ১৬ বছর বয়সে তিনি প্রথম মডেলিং করেন।
কালো ডাকটা জীবনের অঙ্গ হয়ে উঠেছিল বিপাশার। শুরুটা তাঁর পরিবারেই। বিপাশা তার দিদি বিদিশার থেকে একটু বেশি কালো তাই না?শুরু করে বলিউডের প্রথম সিনেমা অজনবি–তে শ্যামলা মেয়েটি দারুণ অভিনয় করেছে। বিপাশার কাছে এটাই আশ্চর্যের, কেন তাঁর জন্য এই বিশেষণটাই এতটা গুরুত্বপূর্ণ। এরকম আরও উদাহরণ তিনি দিয়েছেন। সিনেমায় পা রাখার আগে ১৫, ১৬ বছর বয়সে তিনি প্রথম মডেলিং করেন।
কোন মন্তব্য নেই