Header Ads

ইন্ডাস্ট্রির স্বজনপোষণ নিয়ে বিস্ফোরক মন্তব্য মনোজ বাজপেয়ীর।

নজরবন্দি ব্যুরোঃ সিনেমা ইন্ডাস্ট্রির স্বজনপোষণ নীতি নিয়ে বিস্ফোরক মন্তব্য মনোজ বাজপেয়ীর। বলিউড অভিনেতা মনোজ বাজপেয়ী বলেন, বলিউডে প্রতিভাকে পিষে নষ্ট করা হচ্ছে, সেই সমস্ত প্রতিভাবানরা অন্য দেশে জন্ম নিলে নিঃসন্দেহে খ্যাতনামা অভিনেতা হতে পারতেন। বলিউড নিজের এই স্বজনপোষণ নীতি ত্যাগ না করলে, মানুষের শ্রদ্ধা, ভালবাসা হারিয়ে ফেলতে এই ইন্ডাস্ট্রির আর বেশি সময়ে লাগবে না। মনোজ বাজপেয়ী প্রতিভাবান ইভিনেতাদের মধ্যে একজন। কিন্তু তিনিও ইন্ডাস্ট্রির স্বজনপোষণের শিকার।
মনোজ জানিয়েছেন, বিগত ২০ বছর ধরেই আমি বলে আসছি যে, বলিউডের চিন্তধারা একটা মাঝারি গোছের। শুধু বলিউড বললে ভুল হবে, গোটা দেশ এই ভাবেই চলছে। এটা আসলে আমাদের মূল্যবোধ আর চিন্তাধারাইয় বিরাট খামতি। প্রতিভা দেখলেই আমরা তাকে পিষেদি। এই চিন্তাধারা খুবই নিন্মমানের এবং খুবই ঘৃণ্য। প্রসঙ্গত, ১৪ জুন সুশান্ত সিং রাজপুত আত্মঘাতী হন। তার পর থেকে বলি-টলির অনেকেই সোশ্যাল মিডিয়া সরব হয়েছে সিনেমা ইন্ডাস্ট্রির নেপটিসম-এর বিরুদ্ধে। সুশান্ত সিং রাজপুতের সঙ্গে ‘সোনচিড়িয়া’ ছবিতে অভিনয় করেছেন মনোজ বাজপেয়ী। সুশান্তের এই পরিণতি তাঁকেও ভাবিয়ে তুলেছেন। বলিউডে নিজেকে টিকিয়ে রাখতে কি থাকা দরকার? শুধু দক্ষতাই কি যথেষ্ট? এর জবাবে মনোজ বলে, আমার গন্ডারের চামড়া বলে টিকে রয়েছি, নাহলে টিকে থাকতে পারতাম না। ছোট বাজেটের সিনেমাগুলির সেভাবে প্রচারই করা হয় না বলিউড ইন্ডাস্ট্রিতে। আর কন্টেন্টের জন্য ভাল চলতে শুরু করে, তাহলে পরক্ষণেই সিনেমা হল থেকে সেগুনি তুলে দেওয়া হয় বলে জানালেন মনোজ বাজপেয়ী।

কোন মন্তব্য নেই

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.