Header Ads

সাতসকালে ফের সেনা-জঙ্গি সংঘর্ষ পুলওয়ামায়, নিকেশ ২ জঙ্গি

নজরবন্দি ব্যুরো: চিন ভারত উত্তেজনার মাঝে ফের নতুন করে উত্তেজনা ছড়াল জম্মু কাশ্মীরের পুলওয়ামায়। বান্দজু এলাকায় নিরাপত্তা রক্ষী ও জম্মু কাশ্মীর পুলিশের মধ্যে চলছে গুলি ও পাল্টা গুলির লড়াই।

জম্মু-কাশ্মীর পুলিশের পদস্থ কর্তা জানান, সূত্র মারফত জঙ্গিদের জড়ো হওয়ার খবর আসে। সেই মতো মঙ্গলবার একদম ভোরে পুলওয়ামার বান্দজু গ্রামে অভিযানের তোড়জোড় শুরু করে পুলওয়ামা পুলিশ।
সেনা ও কেন্দ্রীয় আধাসামরিক বাহিনীকেও খবর দেওয়া হয়। সেইমতো পুলওয়ামার ওই গ্রামে অভিযানে যায় যৌথ বাহিনী। বাহিনীর উপস্থিতি টের পেয়ে, জঙ্গিরা গুলি চালাতে শুরু করলে, এনকাউন্টার বেধে যায়। কয়েক মিনিটের মধ্যেই নিকেশ করা হয় দুই জঙ্গিকে। জঙ্গিদের গুলিতে জখম হন সিআরপিএফের এক জওয়ান। হাসপাতালে নিয়ে গেলে তাঁর মৃত্যু হয়।


দাবি করা হচ্ছে, জঙ্গিদের ভারতে প্রবেশ করার ক্ষেত্রে সুবিধা করে দিতেই গুলি ছুঁড়ে ভারতীয় সেনাকে ব্যস্ত রাখার পুরনো পদ্ধতি নিয়েছে ইসলামাবাদ। শেষ কয়েক মাসের মধ্যে সামনে আসছে জঙ্গি অনুপ্রবেশের ঘটনা। লাদাখ সীমান্তে ভারত-চিন সংঘর্ষের জেরে কাশ্মীরের উপর চাপ বাড়ানো হবে, হিংসা ছড়াতে আরও জঙ্গি অনুপ্রবেশ করানোর চেষ্টা করবে পাক শিবির। ঠিক এই ভাষাতেই সতর্ক করেছেন জম্মু-কাশ্মীরের পুলিশ প্রধান। 

কোন মন্তব্য নেই

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.