Header Ads

করোনা আবহে মালদায় খুন তৃণমূল কর্মী!

নজরবন্দি ব্যুরো: করোনা আবহে খুন এক তৃণমূল কর্মী। বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে খুন করার অভিযোগ উঠল কংগ্রেস আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। এই ঘটনাটি ঘটে এদিন ভোরে। ঘটেছে চাঁচল ২ নম্বর ব্লকের চন্দ্রপাড়া গ্রাম পঞ্চায়েতের জানিপুর গ্রামে। মৃতের নাম মোস্তাফা(৩০)। তাঁকে ধারালো অস্ত্র দিয়ে কোপানোর পর গুলি করে, বোমা মেরে খুন করা হয়েছে বলে অভিযোগ।
মোস্তাফা এলাকায় তৃণমূল কর্মী হিসাবে পরিচিত ছিলেন। খবর পেয়ে ঘটনাস্থল থেকে মৃতদেহ উদ্ধার করেছে চাঁচল থানার পুলিশ। শুরু হয়েছে তদন্ত। ঘটনায় মৃতের পরিবারের অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিশ। এই খুনের ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর।
মৃত মোস্তাফার আম্মা আখতারা বেওয়া বলেন, "দু-বছর আগে আমরা চার কাঠা জমি কিনেছিলাম। তার মধ্যে এক কাঠা জমি বিক্রি করে দিয়েছিল ছেলে। বাকি তিন কাঠা জমি নিয়ে ছেলের সঙ্গে বিরোধ দেখা দেয় গ্রামেরই হবিবুর রহমান, ইসলাম শেখ সহ বেশ কয়েকজনের সঙ্গে। আর সেই ঘটনাকে কেন্দ্র করেই এই খুনের ঘটনা ঘটান ঘটে।" এই  ঘটনায় গোটা এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। 

কোন মন্তব্য নেই

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.