মুখ্যমন্ত্রীর ফোনে অচেনা নাম্বার থেকে ২২ বার ফোন; তদন্তে পুলিশ।
নজরবন্দি ব্যুরোঃ মুখ্যমন্ত্রীর ফোনে অচেনা নাম্বার থেকে ২২টি মিসড কল! চলছিল গুরুত্বপূর্ণ প্রশাসনিক বৈঠক। পদস্থ আধিকারিকদের পাশাপাশি ছিলেন সাংবাদিকরাও। সেই সময় বারবার বেজে উঠতে থাকে মুখ্যমন্ত্রীর ব্যাক্তিগত মোবাইল ফোন। প্রথমদিকে বিরক্ত হয়ে ফোন কেটে দেন মমতা বন্দ্যোপাধ্যায়, এভাবে ৩ বার ফোন কেটে দেন তিনি। কিন্তু তাঁর পরেও বাজতে থাকে ফোন! টানা ২২ বার! মেজাজ হারালেন মুখ্যমন্ত্রী এবং বিষয়টি খতিয়ে দেখার সোজা নির্দেশ দিলেন পুলিশ কমিশনারের কাছে।
২ টি নাম্বার থেকে ২২ বার ফোন করা হয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কে। বিরক্ত হয়ে মুখ্যমন্ত্রী পুলিশ কমিশনার অনুজ শর্মা কে বলেন ''অনুজ আমাকে একটা হেল্প করতে পারো। ২২টা কল এসেছে। সব অচেনা। দ্যাখো কারা করছে!''
মুখ্যমন্ত্রীর ফোন থেকে নাম্বার গুলি নিয়ে কমিশনার অনুজ শর্মা পাঠিয়ে দেন সংশ্লিষ্ট দফতরে। শুরু হয় তদন্ত।তদন্ত করছে কলকাতা পুলিশের বিশেষ টিম। তদন্তের অগ্রগতি নিয়ে নিরাপত্তার স্বার্থে মুখ খোলেননি কমিশনার অনুজ শর্মা। উল্লেখ্য ঘটনার পর মুখ্যসচিব রাজীব সিনহা মুখ্যমন্ত্রীকে বলেন, ম্যাডাম আপনি খুবই পপুলার। তাই বারবার ফোন আসছে।' যা শুনে হেসে ওঠেন মমতা বন্দ্যোপাধ্যায়।
২ টি নাম্বার থেকে ২২ বার ফোন করা হয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কে। বিরক্ত হয়ে মুখ্যমন্ত্রী পুলিশ কমিশনার অনুজ শর্মা কে বলেন ''অনুজ আমাকে একটা হেল্প করতে পারো। ২২টা কল এসেছে। সব অচেনা। দ্যাখো কারা করছে!''
মুখ্যমন্ত্রীর ফোন থেকে নাম্বার গুলি নিয়ে কমিশনার অনুজ শর্মা পাঠিয়ে দেন সংশ্লিষ্ট দফতরে। শুরু হয় তদন্ত।তদন্ত করছে কলকাতা পুলিশের বিশেষ টিম। তদন্তের অগ্রগতি নিয়ে নিরাপত্তার স্বার্থে মুখ খোলেননি কমিশনার অনুজ শর্মা। উল্লেখ্য ঘটনার পর মুখ্যসচিব রাজীব সিনহা মুখ্যমন্ত্রীকে বলেন, ম্যাডাম আপনি খুবই পপুলার। তাই বারবার ফোন আসছে।' যা শুনে হেসে ওঠেন মমতা বন্দ্যোপাধ্যায়।
কোন মন্তব্য নেই