Header Ads

ছোটবেলায় গৃহশিক্ষকের লালসার শিকার, বঙ্গললনা মুনমুনের ‘ববিতাজি’ হয়ে ওঠার পিছনে রয়েছে কঠিন পরিশ্রম

নজরবন্দি ব্যরোঃ পড়াশোনায় আগাগোড়াই ভালো ছিলেন বাঙালি কন্যা মুনমুন দত্ত। ছোট থেকে ইচ্ছা ডাক্তার হওয়ার। পশ্চিমবঙ্গের দুর্গাপুর এর জন্ম মুনমুনের। সঙ্গীত জগতের সাথে যুক্ত। মুনমুন নিজেও ছোট থেকে গান শিখেছেন।ছোট থেকে ডাক্তার হওয়ার ইচ্ছে ছিল তার কিন্তু তার হয়ে ওঠেনি ডাক্তার না হলেও তিনি সকলের মনের প্রিয় চরিত্র বাবিতাজি হয়ে উঠেছেন।পোর্টফোলিয়ো হাতে একসময় বলিউডে দরজায় দরজায় ঘুরেছেন তিনি।আজ টেলিভিশনে জনপ্রিয়তা পেয়েছেন তিনি। এইসময়ের অভিনেত্রী আলিয়া ও দীপিকাকে টেক্কা দেওয়ার ক্ষমতা রাখে বঙ্গ ললনা মুনমুন।স্কুল পাশ করেই সাহিত্যের দিকে ঝোঁকে‌ন তিনি। পুণে থেকে প্রথমে ইংরেজি সাহিত্যে স্নাতকোত্তর পাস করেন। তার পর সাংবাদিকতার কোর্সও করেন।

কিন্তু তার চেহারা অ্যাট্রাক্টিভ হওয়ার কারণে সেই সময় থেকেই মডেলিংয়ের এর অফার আসতে শুরু করে।সেই থেকেই গ্ল্যামার ওয়ার্ল্ডে পা রাখেন তিনি। মডেলিং বিজ্ঞাপন করার পাশাপাশি বলিউডে অভিনয় করার ইচ্ছা জাগে তার।তবে অন্যদের মতো নায়িকা হওয়ার ইচ্ছা ছিল তার।তারপর থেকে কাস্টিং ডিরেক্টর দরজায় হত্যে দিতে শুরু করেন তিনি এবং পাশে চলতে থাকে অডিশন দেওয়া ও।২০০৪ সালে ‘হম সব বারাতি’ সিরিয়ালে অভিনয়ের সুযোগ পান মুনমুন।২০০৫ সালে কমল হাসন ও মনীষা কৈরালা অভিনীত ‘মুম্বই এক্সপ্রেস’ ছবিতে পার্শ্বচরিত্রে অভিনয় করেন মুনমুন।২০০৫ সালে কমল হাসন ও মনীষা কৈরালা অভিনীত ‘মুম্বই এক্সপ্রেস’ ছবিতে পার্শ্বচরিত্রে অভিনয় করেন মুনমুন।২০০৬ সালে পূজা ভট্ট পরিচালিত ‘হলিডে’ ছবিতেও অভিনয় করেন তিনি।হম সব বারাতি সিরিয়ালে তিনি দিলীপ জোশীর সঙ্গে অভিনয় করেছিলেন।

 সেইসময় নাট্যকার তারক মেহতার দুনিয়া নে উন্ধা চশমা নামের ধারাবাহিক নাটক অবলম্বনে ‘তারক মেহতা কা উল্টা চশমা’ সিরিয়াল তৈরির কথা চলছিল।সেখানে ববিতা আইয়ারের চরিত্রের জন্য মুনমুনের হয়ে সুপারিশ করেন দিলীপ।প্রথমে রাজি না হলেও পরে ববিতা আইয়ারের চরিত্রে অভিনয় করতে রাজি হন মুনমুন।ববিতা আইয়ারের চরিত্রে মুনমুনকে পছন্দ করেন দর্শক। তার জীবন এক কথায় পাল্টে যায়।জনপ্রিয়তার শীর্ষে থাকা সত্ত্বেও বরাবর নিজের ব্যক্তিগত জীবনকে আড়ালে রাখতে পছন্দ করেন মুনমুন।কিন্তু না চাইতেও বলিউড অভিনেতা আরমান কোহালির সঙ্গে তাঁর সম্পর্ক এবং টানাপড়েনের কথা গোপন থাকেনি।শোনা যায় মুনমুনের সাথে প্রচণ্ড দুর্ব্যবহার করতেন আরমান।তার গায়ে হাত পর্যন্ত তুলেছেন আরমান দীর্ঘদিন মুখ বুজে সব সহ্য করলেও, ধৈর্যের বাঁধ ভাঙে মুনমুনের। আরমানের বিরুদ্ধে থানায় এফআইআর দায়ের করেন তিনি।হলিউড থেকে বলিউডে যখন #মিটু আন্দোলনের রেশ এসে পৌঁছেছিল তখন নিজের জীবনে #মিটু নিয়ে মুখ খোলেন মুনমুন।সোশ্যাল মিডিয়ায় মুনমুন জানান, ছোট থেকেই যৌন নিগ্রহের শিকার হয়ে আসছেন তিনি। কখনও প্রতিবেশী, কখন আবার তুতো দাদারা যৌন নিগ্রহ করেছেন তাঁকে।এমনকি যে ডাক্তারের হাতে তাঁর জন্ম, তিনিও তাঁকে অশ্লীল ভাবে স্পর্শ করেন বলে জানান মুনমুন।এমনকি প্রাইভেট টিউটরও পড়ানোর সময় তাঁর অন্তর্বাসে হাত ঢুকিয়েছিলেন বলে জানান তিনি।

কোন মন্তব্য নেই

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.