Header Ads

দুর্নীতির অভিযোগে তৃণমূলের ৮ নেতাকে শোকজ করল নেতৃত্ব!

নজরবন্দি ব্যুরো: তৃণমূল নেতাদের বিরুদ্ধে আগাগোড়া দুর্নীতির অভিযোগ জানিয়ে আসছেন সিপিআই(এম) সহ এই রাজ্যের সমস্ত বিরোধী রাজনৈতিক দল গুলি। সামনেই আছে বিধানসভা নির্বাচন। রাজ্যের প্রধান শাসক দল তৃণমূলের কাছে কঠিন চ্যালেঞ্জ। কারণ রাজ্যে বিজেপির উত্তান স্পষ্ট বোঝা যাচ্ছে। এবারের লোকসভা নির্বাচনে বেশকিছু আসন তৃণমূলের হাতথেকে ছিনিয়ে নিয়ে চমক দিয়েছিল বিজেপি নেতৃত্ব।
আর তাই রাজ্য বিধানসভা নির্বাচন যত এগিয়ে আসছে ততই দলেরই দুর্নীতি-গ্রস্ত নেতাদের সরিয়ে ফেলার কাজ শুরু করেছে তৃণমূল সুপ্রিমো। একের পর এক জেলায় দলের সমস্ত রকম নেতাদের কার্যত আতস কাঁচ দিয়ে পরীক্ষা করার পালা শুরু হয়েছে। এবার তাতেই বিদ্ধ হলেন জলপাইগুড়ি জেলার আট জন তৃণমূল নেতা। এদের মধ্যে ছ-জন কাউন্সিলর, একজন পঞ্চায়েত সমিতির সভাপতি। প্রায় ১০ কোটি টাকার সম্পত্তি বানিয়ে বসে আছেন বলে অভিযোগ উঠেছে অনেকের বিরুদ্ধে। বাকিদের বিরুদ্ধে রয়েছে দুর্নীতি ও আয়ের সঙ্গে সঙ্গতিহীন সম্পত্তি করার অভিযোগ। এদের সবাইকে শোকজ নোটিশ ধরাল তৃণমূল নেতৃত্ব।

তৃণমূল সূত্রে জানা গিয়েছে, যে ৮জন নেতাকে শোকজ করা হয়েছে তাঁদের মধ্যে কয়েকজনের বিরুদ্ধে উঠেছে একটি বহুজাতিক সংস্থাকে জমি পাইয়ে দেওয়ার বিনিময়ে টাকা নেওয়ার অভিযোগ। এক নেতার বিরুদ্ধে একশো দিনের কাজ, সরকারি বাড়ি, শৌচাগার সব প্রকল্পের থেকেই টাকা তোলার অভিযোগ রয়েছে। অপর একজনের বিরুদ্ধে  ঘরবাড়ি, গাড়ি, দোকান সমেত পুরো ১০ কোটি টাকা কামিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। এদের সবাইকে দলের তরফ থেকেই শোকজ করা হয়েছে। জানা গিয়েছে যে সমস্ত কাউন্সিলরকে শোকজ করা হয়েছে তাঁরা সকলেই ধূপগুড়ি পুরসভার। যদিও তাঁদের বক্তব্য এখনও পাওয়া যায় নি। 

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.