Header Ads

করোনা হানা আমির খানের বাড়িতে, ইনস্টাগ্রামে জানালেন অভিনেতা

নজরবন্দি ব্যুরোঃ করোনার হানা আমির খানের বাড়িতে। অভিনেতার বাড়ির সাত জন স্টাফের শরীরে করোনার সন্ধান মিলেছে। এঁদের মধ্যে দু’জন আমিরের রাঁধুনি। করোনা ধরার পড়ার পরই তাঁদের কোয়ারেন্টাইনে পাঠিয়ে দেওয়া হয়। অভিনেতা তাঁর মাকে নিয়ে করোনা পরীক্ষা করাতে গিয়েছেন।তাঁর বাড়িতে যে করোনা থাবা বসিয়েছে সে কথা তিনি নিজেই জানিয়েছে। ইনস্টাগ্রামে আমির জানালেন, 'আমার এক কর্মচারীর শরীরের করোনা ভাইরাস ধরা পড়েছে ।

 তাঁকে কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে । বিএমসি খুব দ্রুত এসে আমাদের সাহায্য করেছে । আমাদের ঘর, পুরো সোসাইটি স্যানিটাইজ করা হয়েছে । আমাদেরও টেস্ট হয়েছে । তবে রেজাল্ট নেগেটিভ । এখন শুধু আমার মায়ের টেস্ট বাকি । প্রার্থনা করুন যেন আমার মায়ের টেস্টের রেজাল্টও নেগেটিভ বের হয় । কোকিলাবেন হাসপাতালের সমস্ত চিকিত্সাকদের ধন্যবাদ জানাই । তাঁরা খুব সুরক্ষিতভাবে আমাদের টেস্ট করেছেন ।'

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.