Header Ads

নভেম্বর পর্যন্ত বিনামূল্যে খাদ্য দেওয়ার ঘোষণা প্রধানমন্ত্রীর!

নজরবন্দি ব্যুরো: করোনা আবহে বড় ঘোষণা প্রধানমন্ত্রীর। প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনা বাড়ানো হল নভেম্বর পর্যন্ত। এদিন জাতির উদ্দেশে ভাষণে এই ঘোষণা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। অর্থাৎ এই যোজনায় গরিব পরিবারকে মাথাপিছু যে পাঁচ কেজি চাল অথবা গম এবং এক কেজি ডাল দেওয়া হচ্ছিল বিনামূল্যে, সেই প্রকল্প নভেম্বর পর্যন্ত বাড়ানো হল। পাশাপাশি আনলক পর্বে আরও সতর্ক থাকার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন মোদী।

মঙ্গলবার বিকেলে জাতির উদ্দেশ্যে ভাষণ দিলেন প্রধানমন্ত্রী। আর সেখানেই এই ঘোষণা করলেন তিনি। আগেই বিনামূল্যে রেশন দেওয়ার কথা ঘোষণা করা হয়েছিল। লকডাউনের শুরুতেই ফ্রি-তে রেশন দেওয়ার কথা ঘোষণা করা হয় গরীব কল্যাণ অন্ন যোজনায়। তবে তার মেয়াদ নভেম্বর পর্যন্ত ছিল না। কিন্তু করোনার সংক্রমণ ক্রমশ বাড়ছে। তার মধ্যে একদিকে বর্ষাকালও আসছে। অন্যদিকে বিভিন্ন উৎসবের সময়ও উপস্থিত। সেই কথা মাথায় রেখেই এমন সিদ্ধান্ত নিলেন প্রধানমন্ত্রী।

দেশ জুড়ে করোনাভাইরাসের দাপট অব্যাহত। লাফিয়ে লাফিয়ে বাড়ছে আক্রান্তের সংখ্যা। ভারত সরকারের স্বাস্থ্য মন্ত্রকের দেওয়া হিসাব অনুসারে শেষ ২৪ ঘণ্টায় ১৯,৪৫৯ জন করোনা ভাইরাসের কবলে পড়লেন। এর পর মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৫ লক্ষ ৪৮ হাজার ৩১৮। বলছে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের পরিসংখ্যান।গত ২৪ ঘণ্টায় ৩৮০ জন মারা গেছেন কোভিডে। এখন পর্যন্ত মোট ১৬ হাজার ৪৭৫ জন কোভিড রোগী মারা গেছেন। আশার কথা, সুস্থ হয়ে উঠেছেন তিন লক্ষ ২১ হাজার ৭২৩ জন। গত ২৪ ঘণ্টায় ১২ হাজার ১০ জন করোনার কবল থেকে মুক্ত হয়েছেন।আক্রান্তের নিরিখেও সবার শীর্ষে মহারাষ্ট্র। গত ২৪ ঘণ্টায় প্রায় সাড়ে পাঁচ হাজার জন নতুন করে আক্রান্ত হয়েছেন সেখানে।

আজ শেষ হচ্ছে আনলক-১। নতুন করে লকডাউন যে হচ্ছে না, তা সোমবার কেন্দ্রের বিজ্ঞপ্তিতেই স্পষ্ট হচ্ছে। ওই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামীকাল ১ জুলাই থেকে দেশে শুরু হচ্ছে আনলক-২। কিন্তু এখনও ট্রেন, মেট্রো আন্তর্জাতিক উড়ান চালু হয়নি। বহু শিল্পক্ষেত্রে কাজও শুরু হয়নি পুরোদমে। আবার পরিযায়ী শ্রমিকরাও ঘরে ফিরে কার্যত ঘরে বসে আছেন। রোজগার প্রায় শূন্য। এই পরিস্থিতিতেই প্রধানমন্ত্রী অন্ন যোজনার মেয়াদ আরও পাঁচ মাস বাড়ানোর ঘোষণা প্রধানমন্ত্রীর। ৩০ জুন পর্যন্ত এই যোজনার মেয়াদ ছিল। শেষ হওয়ার আগেই মেয়াদ বাড়ানোর ঘোষণা করলেন প্রধানমন্ত্রী।

Loading...

কোন মন্তব্য নেই

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.