ঘুড়ির সুতোয় ব্যবহৃত চিনা মাঞ্জা ব্যবহার নিষিদ্ধ করল আদালত!
নজরবন্দি ব্যুরো: ভারত-চিন উত্তেজনার মধ্যে গুরুত্বপূর্ণ রায় দিল কলকাতা হাইকোর্ট। ঘুড়ির সুতো থেকে প্রায়ই দুর্ঘটনার কবলে পড়েন বাইক আরোহীরা। কলকাতার এমন দুর্ঘটনা ঘটেছে বেশ কয়েকবার। এছাড়াও শহরের বিভিন্ন প্রান্ত পথচারীদর আহত হওয়ার একটি কারণ মাঞ্জা দেওয়া ঘুড়ির সুতো। আর এই নিয়ে গুরুত্বপূর্ণ রায় দিল কলকাতা হাইকোর্ট।
ওই মাঞ্জা দেওয়া সুতো নিষিদ্ধ করার লক্ষ্যে একটা জনস্বার্থ মামলা আগেই দায়ের হয় কলকাতা হাইকোর্টে। সেই মামলায় রায়ে আজ আদালত জানিয়ে দেয়, সিন্থটিক সুতো ও ঘুড়ির সুতোয় ব্যবহৃত চিনা মাঞ্জা-সহ যাবতীয় মাঞ্জা ব্যবহার করা যাবে না।
কিছু মাস আগে ওই মাঞ্জা দেওয়া সুতো ব্যবহার নিষিদ্ধ করে একটি বিজ্ঞপ্তি জারি করে রাজ্য সরকার। করুণময়ী সামন্ত নামে একজনের করা মামলার পর মাঞ্জা দেওয়া সুতো ব্যবহার নিষিদ্ধ কর হয়। এদিনের আদালতের এই রায়ের পর তা কঠোরভাবে প্রয়োগ করার নির্দেশ দেওয়া হল রাজ্য সরকারকে।
ওই মাঞ্জা দেওয়া সুতো নিষিদ্ধ করার লক্ষ্যে একটা জনস্বার্থ মামলা আগেই দায়ের হয় কলকাতা হাইকোর্টে। সেই মামলায় রায়ে আজ আদালত জানিয়ে দেয়, সিন্থটিক সুতো ও ঘুড়ির সুতোয় ব্যবহৃত চিনা মাঞ্জা-সহ যাবতীয় মাঞ্জা ব্যবহার করা যাবে না।
কিছু মাস আগে ওই মাঞ্জা দেওয়া সুতো ব্যবহার নিষিদ্ধ করে একটি বিজ্ঞপ্তি জারি করে রাজ্য সরকার। করুণময়ী সামন্ত নামে একজনের করা মামলার পর মাঞ্জা দেওয়া সুতো ব্যবহার নিষিদ্ধ কর হয়। এদিনের আদালতের এই রায়ের পর তা কঠোরভাবে প্রয়োগ করার নির্দেশ দেওয়া হল রাজ্য সরকারকে।
Loading...
কোন মন্তব্য নেই