Header Ads

প্রাক্তন ম্যানেজার দিশা সালিয়ানের মৃত্যুর সাথে কি কোন যোগ আছে সুশান্তের আত্মহত্যা? রহস্য বাড়ছে

নজরবন্দি ব্যুরো: কেন আত্মহত্যা করলেন সুশান্ত সিং রাজপুত? এই প্রশ্ন সবার মুখে মুখে ঘুরছে তাঁর মৃত্যুর পরথেকেই। আর এবার আরও একটা প্রশ্ন উকি দিচ্ছে আর তা হল প্রাক্তন ম্যানেজার দিশা সালিয়ানের মৃত্যু।দিশা কেন মালাডের ফ্ল্যাট থেকে ঝাঁপ দিলেন, তা নিয়ে রহস্য কাটছে না।শুধু তাই নয়, দিশার মৃত্যুর তদন্তে খুশি নন সুশান্তের পরিবার। সেই কারণে ব্যান্দ্রা পুলিসের ভূমিকা নিয়েও সুশান্তের পরিবার খুশি নন বলে খবর। দিশা সালিয়ানের মৃত্যুর পর মানসিকভাব ভেঙে পড়েন সুশান্ত সিং রাজপুত। এরপরই নাকি সুশান্তের সঙ্গে রিয়ার মন কষাকষি শুরু হয়। ফলে সুশান্তের ফ্ল্যাট ছেড়ে চলে য়ান রিয়া।
 ফলে প্রাক্তন ম্যানেজার দিশা সালিয়ানের মৃত্যুর সঙ্গে কি কোনও যোগ রয়েছে সুশান্তের আত্মহত্যার? প্রশ্ন জেগেছে পুলিশের মনে। প্রসঙ্গত দিশার সঙ্গে মার্চ মাসে ২বার কথা হয় সুশান্তের। মেয়ের মৃত্যুর পর দিশার পরিবারের তরফেও সুশান্তের সঙ্গে কথা বলা হয়। তবে কী নিয়ে কথা হয়, তাঁদের মধ্যে সে বিষয়ে কিথু জানা যায়নি। দিশার তদারকিতেই সম্প্রতি ১৪ কোটর একটি ওয়েব সিরিজে স্বাক্ষর করেন সুশান্ত সিং রাজপুত। ফলে প্রাক্তন ম্যানেজারের মৃত্যুতে প্রজেক্ট হাতছাড়া হওয়ার আশঙ্কাতেই শেষ পর্যন্ত বিমর্ষ হয় আত্মহত্যা করেন বলিউড স্টার সুশান্ত? প্রশ্ন টা এবার ঘনীভূত হচ্ছে সবার মনে। অসমর্থিত সূত্রের খবর এবার হতে পারে সিবিআই তদন্ত।

কোন মন্তব্য নেই

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.