Header Ads

কাশ্মীরে ফের এনকাউন্টার; খতম ২ জঙ্গি

নজরবন্দি ব্যুরো: এদিন সকালে ফের গুলির শব্দে কেঁপে উঠল ভূস্বর্গ। গুলির লড়াই  শুরু সোপোরের হার্দশিভা এলাকায়। বাহিনী ও জঙ্গিদের মধ্যে গুলি বিনিময় শুরু হয়েছে।  ইতিমধ্যেই ২ জন জঙ্গিকে খতম করেছে ভারতীয় সেনা।

জানা গিয়েছে, পরিস্থিতি বুঝে বন্ধ করে দেওয়া হয়েছে ইন্টারনেট পরিষেবা। নিরাপত্তা বাহিনী ও জম্মু কাশ্মীর পুলিশের যৌথ বাহিনীর সঙ্গে গুলির লড়াইয়ে ব্যস্ত রয়েছে জঙ্গিরা।

এই প্রসঙ্গে বলে রাখা ভাল, মঙ্গলবারেও একই দিনে ২ বার জঙ্গিদের সঙ্গে এনকাউন্টার হয় ভারতীয় সেনার। প্রথমে পুলওয়ামা, তারপর সংঘর্ষ ছড়ায় কুপওয়াড়াতে। ওইদিন পুলওয়ামায় এনকাউন্টারে ২ জঙ্গিকে নিকেশ করে সেনা। তবে কুপওয়াড়াতে কোনও মৃত্যুর খবর এখনও পাওয়া যায়নি।

কোন মন্তব্য নেই

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.