সমস্ত চাকুরী-জীবীদের বিশেষ সুবিধা দেওয়ার কথা জানাল সরকার!
আর এমন সময়ে করদাতাদের জন্য ভাল খবর শোনাল মোদী সরকার। সেন্ট্রাল বোর্ড অফ ডিরেক্ট ট্যাক্সেশন বা সিবিডিটি বেশ কিছু ক্ষেত্রে সময়সীমা অনেকটাই বাড়িয়ে দিয়েছে কেন্দ্রের সরকার।
জানা গিয়েছে, মাস মাইনে বেতন পাওয়া করদাতাদের ক্ষেত্রে আয়কর রিটার্নের সময়সীমা বাড়িয়ে ৩০ নভেম্বর করা হয়েছে। সরকারের এমন সিদ্ধান্তে কিছুটা স্বস্তিতে চাকুরীজীবীরা। করোনা ভাইরাসের দাপট এখনও চলছে গোটা দেশ জুড়ে। আর সেই কারণে দেশ জুড়ে লকডাউনের সিদ্ধান্ত নিয়েছেন প্রধানমন্ত্রী। এর ফলে অনেকেরই বেতনে কোপ পড়েছে। শুধু তাই নয়, খরচা বেড়ে গিয়েছে বিভিন্ন ভাবে। এই পরিস্থিতিতে আয়কর দেওয়া নিয়ে বড়সড় সিদ্ধান্ত নিল মোদী সরকার। যা স্বস্তি দেবে বলেই মনে করছে বিশেষজ্ঞর।
এর সঙ্গে ছোটখাটো করদাতা যাদের সেলফ অ্যাসেস করা দায় এক লক্ষ টাকার মধ্যে তারাও তাদের আয়কর রিটার্ন ফাইল করতে পারবে ৩০ নভেম্বর পর্যন্ত। সিবিডিটি প্যান আধার সংযোগ করার সময়সীমা বাড়িয়ে দিয়েছে ২০২১ সালের ৩১ মার্চ পর্যন্ত।
কোন মন্তব্য নেই