Header Ads

গত পঞ্চাশ বছরে ভারতের সেরা টেস্ট ব্যাটসম্যান নির্বাচিত হলেন দ্রাভিড

নজরবন্দি ব্যুরোঃ গত পঞ্চাশ বছের ভারতের সেরা টেস্ট ব্যাটসম্যান কে? উইজডেনের অনলাইন সমীক্ষায় উঠে এলো তাঁর নাম। তিনি হলেন রাহুল দ্রাভিড।মোট ১৬ জন ভারতীয় ব্যাটসম্যানকে নিয়ে প্রথমে প্রতিযোগিতা শুরু করে উইজডেন। মূলপর্বে শেষ পর্যন্ত জায়গা করে নেন চার ক্রিকেটার- সচিন তেন্ডুলকর, রাহুল দ্রাবিড়, বিরাট কোহলি এবং সুনীল গাভাসকর।১১,৪০০ জন সমর্থক ভোট দিয়েছেন। যার মধ্যে ৫২ শতাংশ ভোট একাই পেয়েছেন ভারতীয় ক্রিকেটের 'দ্য ওয়াল'।

৪৮ শতাংশ ভোট পেয়েছেন শচীন। অবশ্য শুরুতে ভারতের ১৬ জন ব্যাটসম্যানের নাম ছিল এই তালিকায়। সমর্থকদের ভোটের নিরিখেই শেষ চারের লড়াইটা দাঁড়ায় দ্রাবিড় বনাম সুনীল গাভাসকার এবং শচীন বনাম বিরাট কোহলির। শেষপর্যন্ত সেরার লড়াইয়ে প্রতিপক্ষ হন একদা দুই সতীর্থ। তৃতীয় স্থানের লড়াইয়ে অবশ্য বিরাটকে হারিয়ে দিয়েছেন গাভাসকার।

কোন মন্তব্য নেই

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.