Header Ads

আবার আক্রান্তের সংখ্যায় রেকর্ড, বিশ্বে ৪ নাম্বারে ভারত

নজরবন্দি ব্যুরোঃ আবার রেকর্ড, একদিনেই প্রায় ১৭ হাজার মানুষ নতুন করে COVID-19 সংক্রমিত হলেন। লকডাউনের আড়াই মাস অতিক্রান্ত হওয়ার পরেও দেশজুড়ে করোনা আক্রান্তের সংখ্যায় লাগাম টানা যায়নি ।স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে ১৬,৯২২ জন । এটি এখনও পর্যন্ত একদিনে রেকর্ড সংক্রমণ । রোজই এই ভাইরাস নিজের রেকর্ড নিজে ভাঙছে ।
এই বৃদ্ধির জেরে করোনা ভাইরাসে আক্রান্তের মোট সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে ৪ লক্ষ ৭৩ হাজার ১০৫ জনে । এই সময়ে প্রাণ হারিয়েছেন ৪১৮ জন। এখনও পর্যন্ত ২,৭১,৬৯৭ জন করোনা ভাইরাসের সংক্রমণ থেকে পুরোপুরি সুস্থ হয়ে উঠেছেন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১৩,০১২ জন। ভারতে এই মুহূর্তে এক্টিভ কেস ১,৮৬,৫১৪। বিশ্বে ভারত এখন ৪ নম্বরে।  এক নজরে দেখে নিন বিশ্বে কোন দেশে  করোনা আক্রান্তের সংখ্যা কত।

কোন মন্তব্য নেই

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.