Header Ads

ভারত-চীন সংঘর্ষের সুযোগ নিয়ে নিয়ন্ত্রণরেখায় অতিরিক্ত সেনা মোতায়েন করছে পাকিস্তান

নজরবন্দি ব্যুরো: ভারত-চীন সংঘর্ষের ফলে উত্তপ্ত নিয়ন্ত্রণরেখা। এই সুযোগকে কাজে লাগিয়ে ভারতের উপর চাপ সৃষ্টি পাকিস্তানের। সূত্রের খবর, গত কয়েকদিন ধরে সীমান্তে বেশি সংখ্যক সেনা মোতায়েন করছে পাকিস্তান। লাদাখ সীমান্তে চিনের সঙ্গে সংঘাত বেধেছে ভারতের। আর এই পরিস্থিতির ফায়দা নিয়েই পাকিস্তান সেনা মোতায়েন করে ভারতীয় সেনার উপর চাপ আরও বৃদ্ধির চেষ্টা করছে। রাওয়ালপিণ্ডি, লাহৌর, মুলতান, অ্যাবোটাবাদ, ফৈসলাবাদের সেনা বাহিনীদের নিয়ন্ত্রণরেখায় বরাবর মোতায়েন করছে পাকিস্তান। সূত্রের খবর অনুযায়ী, গত ৭ জুন থেকে ভারতের কুপওয়ারা এবং পুঞ্চ সীমান্ত বরাবর ১৫টি অতিরিক্ত ব্যাটেলিয়নের সেনাদের মোতায়েন করেছে পাকিস্তান। পাকিস্তান ২৮ নম্বর রাইফেল রেজিমেন্টকে পাক অধিকৃত কাশ্মীরে ৩ নম্বর রেজিমেন্টের সঙ্গে যুক্ত করা হয়েছে বলে জানা যাচ্ছে।
 অন্যদিকে ৯ নম্বর আজাদ কাশ্মীর রেজিমেন্টকে রাওলাকোটে সেকেন্ড রেজিমেন্টের সঙ্গে যুক্ত করা হয়েছে। রাওয়ালপিণ্ডি থেকে এসএসজি-র দু'টি রেজিমেন্টকে আনা হয়েছে। নিয়ন্ত্রণরেখায় পাক অধিকৃত কাশ্মীরের অন্তত ষাটটি ফরওয়ার্ড পজিশনে জওয়ানদের পাঠানো হয়েছে, প্রত্যেকেই স্নাইপার প্রশিক্ষণরত।নিয়ন্ত্রণরেখা বরাবর একাধিক জায়গায় অতিরিক্ত সেনা মোতায়েন করা হয়েছে। জানা যাচ্ছে, এর পর থেকেই পাকিস্তানের যুদ্ধ বিরতি চুক্তি লঙ্ঘন করে চলেছে। অন্যদিকে ভারতও পাল্টা জবাব দিতে পিছু হাটেনি। ভারতীয় সেনাবাহিনীর হাতে নিহত হয়েছে ২৩ জন পাক সেনা, এবং ৬০ জন আহত হয়েছে।

কোন মন্তব্য নেই

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.