Header Ads

কাজ নেই শচীনের ডবলের, করোনায় আক্রান্ত তিনি, আর্থিক কষ্টে রয়েছেন জনপ্রিয় বলবীর

নজরবন্দি ব্যুরোঃ হুবাহু শচীনের মত দেখতে বলবীর চাঁদ,তিনি দ্বিতীয় শচীন নামেই পরিচিত।শেষ তিন বছরে বেশ জনপ্রিয়তা লাভ করেছেন বলবীর।শুধুমাত্র কিংবদন্তি ক্রিকেটারের মত তাঁকে দেখতে সেই কারণে।তবে এখন সেই বলবীর চাঁদ একেবারেই ভাল নেই।করোনার এই রকম পরিস্থিতিতে দু বেলা খাবার জোগান দিতে পারছেন না।বুধবার একটি পত্রিকায় প্রতিবেদনে প্রকাশিত হয়েছে।সেই পত্রিকায় বলবীর জানান,গোলি বড়া পাও যে দোকানে বলবীর কাজ করেন সেই দোকানের মালিক ব্যাবসায় ক্ষতি হওয়ার কারণে অনেক অনেক কর্মীকেই ছাড়িয়ে দেওয়া হয়েছে।আমাকেও তারা কাজ থেকে বার করে দিয়েছেন।বলেছেন পরিস্থিতি আবার স্বাভাবিক হলে কাজে নেওয়া হবে।এরপরই ৫০ বছরের বলবীর ১০ জুন তারিখে পাঞ্জাবের সহলোন গ্রামে যান।
এরপর বলবীর সহ তার পরিবারের সদস্যদের করোনা পজিটিভ ধরা পরে।সাথে সাথে হাসপাতালে চলে যান তারা।চলতি সপ্তাহে আইসোলেশন থেকে বেরোনোর অনুমতি পেয়েছেন।১৯৯৯ সালে সুনীল গাভাস্কার যখন কমেন্ট্রি বক্সে শচীনের মতো দেখতে বলবীর কে আমন্ত্রণ জানান তখনই তিনি দেশজুড়ে বিখ্যাত হয়ে উঠেছে। পুরানো স্মৃতি স্মরণ করে বলবীর জানান, সেদিন তাজ হোটেলে শচীনের সঙ্গে আমাকে সাক্ষাতের জন্য নিয়ে যাওয়া হয়েছিল। আমি সঙ্গে করে ছটি ছবি নিয়ে গেছিলাম এবং ওনাকে সেই ছটি ছবিতে অটোগ্রাফের জন্য বলি।আর আমি শচীনকে বলি এগুলো আমার ছবি আপনার নয়। তা শুনে চমকে যান শচীন।শচীনের যখন ক্রিকেটের ক্যারিয়ার তুঙ্গে তখন শচীনের সাথে অনেকগুলো বিজ্ঞাপনে দেখা গেছে বালবীর কে।

শচীনের মত দেখার জন্য বলিউডের সিনেমাতেও দেখা যায় বলবীর কে।মুম্বাইয়ের হোটেল উদ্বোধন থেকে রেস্টুডেন্ট উদ্বোধন এক সময়ে সবই হয়েছে বলবীর এর হাতে।শচীনের সাথে মিল থাকার কারণে অনেক সম্মান পেয়েছেন তিনি কিন্তু কোনদিনই টাকা পয়সা পাননি তিনি।তবে বলবীর গান লিখতে ও গান গাইতে পারেন।তিনি সিদ্ধান্ত নিয়েছেন এবার নিজের প্রতিভা প্রকাশ করবেন তিনি।

কোন মন্তব্য নেই

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.