"সরকারে নেই, দরকারে আছি" শ্লোগান সামনে রেখে অভিনব উদ্যোগ SFI-এর।
নজরবন্দি ব্যুরোঃ সরকারে নেই, দরকারে আছি। এই শ্লোগানকে সামনে রেখে করোনা থেকে আমফানে রাজ্য জুড়ে বামফ্রন্ট বিভিন্ন ভাবে বিপর্যস্ত তথা দুস্থ সাধারণ মানুষের পাশে দাঁড়িয়ে কাজ করছে। অন্যদিকে একই ভাবে মালদা জেলার হবিবপুর ব্লকের আদিবাসী অধ্যুষিত অঞ্চলের প্রত্যন্ত গ্রামে SFI ইউনিট এক অভিনব উদ্যোগ নিয়ে দুস্থ ও প্রান্তিক ছাত্র ছাত্রীদের পাশে দাঁড়াচ্ছে বিভিন্ন কর্মসূচি নিয়ে।
তারই মাঝে আজকের কর্মসূচি ছিল ছাত্র ছাত্রীদের খাতা ও পেন প্রদান। স্বভাবতই দুস্থ ও প্রান্তিক ছাত্র ছাত্রীরা আনন্দিত। SFI এর এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলার SFI এর সেক্রেটারি প্রদ্যুৎ বর্মন সহ আরো নেতৃত্ববৃন্দ। প্রদ্যুৎ বাবুর কথা অনুযায়ী এখন অনেক বেশি শিক্ষিত ছাত্র ছাত্রীরা SFI এ যোগ দিচ্ছে স্বতঃস্ফূর্ত ভাবে। কারণ রাজ্য ও কেন্দ্র সরকার দুই তারা প্রত্যক্ষ করে ফেলেছে, তারা শিক্ষিত ও রুচিশীল তাই তারা SFI এ জয়েন করছে। আজও ছিল সংগঠনে নতুন নতুন মুখের ভীড় যারা অতি আনন্দের সাথে কর্মসূচি গুলো এগিয়ে নিয়ে চলেছে।
এছাড়াও হয়ে গেল ৫ম শ্রেণী থেকে সর্বসাধারণের জন্য তিনটি বিভাগে "ঘরে বসে আঁকো প্রতিযোগিতা"। ঘরে ছবি এঁকে নির্দিষ্ট WhatsApp নম্বরে পাঠিয়ে ছবি তুলে পাঠিয়েছে ২৫ জুন পর্যন্ত। এখানেও অংশগ্রহণ ছিলো চোখে পড়ার মতো, ফলাফল ১লা জুন। SFI হবিবপুর ব্লক ইউনিটের অফিসিয়াল পেজে। আগামীতে আরোও কিছু অভিনব কর্মসূচি আর পদক্ষেপ নেওয়া হয়েছে, এই ব্লকের পক্ষ থেকে- জানান ব্লকের SFI সেক্রেটারি বাপ্পা প্রামানিক।
তারই মাঝে আজকের কর্মসূচি ছিল ছাত্র ছাত্রীদের খাতা ও পেন প্রদান। স্বভাবতই দুস্থ ও প্রান্তিক ছাত্র ছাত্রীরা আনন্দিত। SFI এর এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলার SFI এর সেক্রেটারি প্রদ্যুৎ বর্মন সহ আরো নেতৃত্ববৃন্দ। প্রদ্যুৎ বাবুর কথা অনুযায়ী এখন অনেক বেশি শিক্ষিত ছাত্র ছাত্রীরা SFI এ যোগ দিচ্ছে স্বতঃস্ফূর্ত ভাবে। কারণ রাজ্য ও কেন্দ্র সরকার দুই তারা প্রত্যক্ষ করে ফেলেছে, তারা শিক্ষিত ও রুচিশীল তাই তারা SFI এ জয়েন করছে। আজও ছিল সংগঠনে নতুন নতুন মুখের ভীড় যারা অতি আনন্দের সাথে কর্মসূচি গুলো এগিয়ে নিয়ে চলেছে।
এছাড়াও হয়ে গেল ৫ম শ্রেণী থেকে সর্বসাধারণের জন্য তিনটি বিভাগে "ঘরে বসে আঁকো প্রতিযোগিতা"। ঘরে ছবি এঁকে নির্দিষ্ট WhatsApp নম্বরে পাঠিয়ে ছবি তুলে পাঠিয়েছে ২৫ জুন পর্যন্ত। এখানেও অংশগ্রহণ ছিলো চোখে পড়ার মতো, ফলাফল ১লা জুন। SFI হবিবপুর ব্লক ইউনিটের অফিসিয়াল পেজে। আগামীতে আরোও কিছু অভিনব কর্মসূচি আর পদক্ষেপ নেওয়া হয়েছে, এই ব্লকের পক্ষ থেকে- জানান ব্লকের SFI সেক্রেটারি বাপ্পা প্রামানিক।

No comments