Header Ads

সুস্থতার হার উপেক্ষা করে জেলায় জেলায় বাড়ছে করোনা সংক্রমণ; বাড়ছে মৃত্যু! #BreakingNews

coronavirus in india,coronavirus outbreak,coronavirus cases in india,coronavirus news,coronavirus india,coronavirus update in india,coronavirus outbreak in india latest news updates,coronavirus,coronavirus in west bengal,coronavirus scare in india,india coronavirus,impact of coronavirus in india,west bengal coronavirus,coronavirus cases india,west bengal coronavirus cases,coronavirus outbreak in india,coronavirus pandemic,coronavirus west bengal,coronavirus active cases india
নজরবন্দি ব্যুরোঃ আজকের সংক্রমণের তীব্রতায় ভেঙে গিয়েছে রাজ্যের করোনা ইতিহাসের সমস্ত রেকর্ড। রাজ্যে রেকর্ড সৃষ্টি করে গত ২৪ ঘন্টায় আক্রান্ত হয়েছেন ৫৭২ জন। নতুন ৫৭২ জন আক্রান্ত কে নিয়ে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৭ হাজার ২৮৩ জন। এদিনের বুলেটিনে রাজ্য সরকার জানিয়েছেন সার্বিক ভাবে গত ২৪ ঘন্টায় মৃত্যু বেড়েছে আরও ১০ টি। যা নিয়ে রাজ্যে করোনা ভাইরাসে মৃত্যু সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৩৯। অন্যদিকে গত ২৪ ঘন্টার সুস্থ হয়ে উঠেছেন ৪০৪ জন।
এদিনের ৩৪৫ জন কে নিয়ে রাজ্যে এখন পর্যন্ত মোট সুস্থ হয়ে উঠেছেন ১১ হাজার ১৯৩ জন। এদিকে জেলার ক্ষেত্রে যথারীতি কলকাতার নাম সর্বাগ্রে; কলকাতায় সংক্রমন মৃত্যু দুটোই অন্য জেলার থেকে বেশি আর সুস্থতার হার অন্য জেলার থেকে কম। এদিন কলকাতায় ১৭১ জন আক্রান্ত হয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৫ হাজার ৫৭৩, পাশাপাশি এদিন কলকাতায় মৃত্যু হয়েছে ৭ জনের যা নিয়ে মৃত্যু সংখ্যা দাঁড়িয়েছে ৩৬৬।
 অন্যদিকে এখন পর্যন্ত কলকাতায় সুস্থ হয়ে উঠেছেন ৩ হাজার ২৭০ জন। কলকাতার পরেই আসে উত্তর ২৪ পরগণার নাম, এদিন উত্তর ২৪ পরগনাতে আক্রান্ত হয়েছেন ১৩২ জন যা নিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২ হাজার ৬৭৭ জন। এখন পর্যন্ত উত্তর ২৪ পরগণা জেলায় মৃত্যু হয়েছে ৯৭ জনের। এদিকে হাওড়া জেলায় আজ নতুন করে আক্রান্ত হয়েছেন ৭৮ জন
যা নিয়ে মোট সংক্রামিতের সংখ্যা দাঁড়িয়েছে ২ হাজার ৫৫৯ জন যার মধ্যে মৃত্যু হয়েছে ৯২ জনের। উত্তরের জেলা মালদায় এদিন নতুন করে সংক্রামিত হয়েছেন ৫১ জন যা নিয়ে মোট সংক্রামিতের সংখ্যা দাঁড়িয়েছে ৫৮৪ জন।
দেখুন সার্বিকভাবে রাজ্যের জেলা ভিত্তিক চিত্র।


No comments

Theme images by lishenjun. Powered by Blogger.